রাবির একাদশ সমাবর্তন ৩০ নভেম্বর

নিয়মিত সমাবর্তন আয়োজনের অংশ হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের  (রাবি) একাদশ সমাবর্তন আগামী ৩০ নভেম্বর অনুষ্ঠিত হবে । ২০১৫ ও ২০১৬ সালে রাবির অধীনে পিএইচডি, এমফিল,  স্নাতকোত্তর, এমবিবিএস, বিডিএস ও ডিভিএম ডিগ্রি অর্জনকারী শিক্ষার্থীরা সমাবর্তনে অংশগ্রহণ করতে পারবেন।

এতে অংশ নিতে গ্র্যাজুয়েটদের আগামী ৫ থেকে ১৪ সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে (ru.ac.bd) আবেদন করতে হবে। এতে রাষ্ট্রপতি আব্দুল হামিদ সভাপতিত্ব করতে সম্মতি জ্ঞাপন করেছেন।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার সোমবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন। 

এ বিষয়ে তিনি জানান, সমাবর্তনে অংশগ্রহণের জন্য গ্র্যাজুয়েটদের তিন হাজার ৫৭০টাকা দিয়ে অনলাইনে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। 

“২০১৫ ও ২০১৬ সালের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীনে পিএইচডি, এমফিল, স্নাতকোত্তর, এমবিবিএস, বিডিএস ও ডিভিএম ডিগ্রি অর্জনকারীগণ এই সমাবর্তনে অংশ নিতে পারবেন।”

তিনি জানান, সমাবর্তন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য রোববারে সমাবর্তন কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় সমাবর্তন অভ্যর্থনা কমিটি ও স্টিয়ারিং কমিটিসহ ১৩টি উপ-কমিটি গঠন করা হয়। সমাবর্তন সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।

প্রসঙ্গত, গত বছরের ২৯ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের দশম সমাবর্তন অনুষ্ঠিত হয়। ওই দিনই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আব্দুস সোবহান প্রত্যেক বছর সমাবর্তন আয়োজনের ঘোষণা দেন।


সর্বশেষ সংবাদ