বেরোবিতেই প্রথম চালু হলো ক্যাম্পাস রেডিও

© টিডিসি ফটো

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) রংপুর এ ক্যাম্পাস রেডিও এর পরীক্ষামূলক সম্প্রচার শুরু হয়েছে। মঙ্গলমবার সকাল ১১টায় প্রশাসনিক ভবনের ২য় তলায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও ক্যাম্পাস রেডিও এর পরীক্ষামূলক সম্প্রচার শুরু করেন।

এ সময় উপাচার্য বলেন, দেশের পাবলিক বিশ্বিবদ্যালয়গুলোর মধ্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুরই প্রথম ক্যাম্পাস রেডিও চালু করলো। শোকের মাসে শোককে শক্তিতে রূপান্তরিত করার অভিপ্রায় নিয়ে শুরু করা হয়েছে বেরোবি ক্যাম্পাস রেডিও এর পরীক্ষামূলক সম্প্রচার। শোকাবহ আগস্টে বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণসহ বঙ্গবন্ধু’র বিভিন্ন সময়ের অন্যান্য ভাষণও বেরোবি ক্যাম্পাস রেডিও সম্প্রচার করবে বলেও জানান তিনি।

এ সময় কলা অনুষদের ডিন প্রফেসর ড. পরিমল চন্দ্র বর্মণ, পরিসংখ্যান বিভাগের প্রধান ড. মোঃ রশীদুল ইসলাম, একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের সহকারী অধ্যাপক আপেল মাহমুদ, শহীদ মুখতার ইলাহী হল এর সহকারী প্রভোস্ট মো: শামীম হোসেন, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক মোহাঃ মাহামুদুল হক,অর্থনীতি বিভাগের প্রভাষক কাজী নেওয়াজ মোস্তফা, ইতিহাস ও প্রতœতত্ত¡ বিভাগের প্রভাষক সোহাগ আলীসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ক্যাম্পাস রেডিও শুনতে লগইন করতে হবে www.brucr.net এই সাইটে।

চাঁপাইনবাবগঞ্জে বিএনপির ৬০ নেতাকর্মীর জামায়াতে যোগদান
  • ৩১ জানুয়ারি ২০২৬
দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল অনার্স শিক্ষার্থীর
  • ৩১ জানুয়ারি ২০২৬
জামায়াত নেতা হত্যায় মামলা, প্রধান আসামি শেরপুর-৩ আসনের বিএন…
  • ৩১ জানুয়ারি ২০২৬
বাউফলে ভোট চাওয়া নিয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষ, আহত-২
  • ৩১ জানুয়ারি ২০২৬
রুয়েটে প্রযুক্তিভিত্তিক প্রতিযোগিতা টেক ফেস্ট অনুষ্ঠিত
  • ৩১ জানুয়ারি ২০২৬
আনসার ব্যাটালিয়ন অফিস কমপাউন্ডে ককটেল বিস্ফোরণ
  • ৩১ জানুয়ারি ২০২৬