লবণসহিষ্ণু গমের জাত নিয়ে হাবিপ্রবি কর্মকর্তার গবেষণা

© টিডিসি ফটো

লবণসহিষ্ণু গমের জাত নিয়ে গবেষণা কার্যক্রম পরিচালনা করেছেন হাজী মোহাম্মাদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৌলিতত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের পিএইচডি ফেলো ও ডেপুটি চীফ ফার্ম সুপারিনটেনডেন্ট এস.এইচ.এম. গোলাম সরওয়ার ।

নতুন জাত উদ্ভাবন করার জন্য বিগত ৪ বছর ধরে তিনি এই গবেষণা কার্যক্রম পরিচালনা করেন। বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনিস্টিটিউট হতে ৩০টি জিনোটাইপ নিয়ে তা বিভিন্ন প্রকার লবণসহিষ্ণু পরিবেশে গবেষণা কার্যক্রম পরিচালনা করেছেন তিনি।

গোলাম সরওয়ার বলেন, প্রাথমিকভাবে আমি এই ৩০টি জিনোটাইপ গবেষণাগার ও মাঠ পরীক্ষণের মাধ্যমে লবণসহিষ্ণু জাত বাছাই করার চেষ্টা করি। বাছাইয়ে প্রাপ্ত ফলাফলের উপর-ভিত্তি করে ৩০টি জাতকে লবণসহিষ্ণু, মধ্য-লবণসহিষ্ণু ও লবণাক্ততা সংবেদনশীল এই ৩টি গ্রুপে বিভক্ত করি । এরপর এই ৩টি গ্রুপের প্রত্যকটি হতে ২টি করে জিনোটাইপ নিয়ে 6´6 হাফ ডায়ালাল মেথডে 15wU F1 জেনারেশন তৈরির কাজ করি । দ্বিতীয় ধাপের গবেষণায় এই 15wU F1 জেনারেশন কৃত্রিম (হাবিপ্রবি) ও প্রাকৃতিক লবণাক্ত পরিবেশে খুলনা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা করা হয়। এই গবেষণায় 15wU F1 জেনারেশনের জিসিএ, এসসিএ এবং বিভিন্ন ধরনের হেটেরোসিস ও বিভিন্ন কৌলিতাত্তিক মান নির্ণয় করেন। ৩য় ধাপের গবেষণায় এই 15wU F1 জেনারেশনকে আবার প্রাকৃতিক লবনাক্ত পরিবেশে খুলনা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা করি।

নিবিড়ভাবে পরীক্ষণের জন্য ৬টি জেনোটাইপের ৪টি ক্রসের মাধ্যমে জেনারেশন মিন এনালাইসিস করা হয়। এই পরীক্ষাগুলোর মাধ্যমে জানা গেছে, বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনিস্টিটিউট (সাবেক গম গবেষণা কেন্দ্র) কর্তৃক উদ্ভাবিত গমের জাত বারিগম ২৫ ও শতাব্দীতে লবণাক্ত সহনশীল জিন বিদ্যমান রয়েছে। এই জিনোটাইপ দুটির ক্রসগুলোর পরবর্তী জেনারেশনগুলো প্রাকৃতিক লবণাক্ত পরিবেশে ভাল ফলাফল দিবে বলে আশা করছি। এজন্য প্লান্ট ব্রিডিং এর বিভিন্ন মেথড যেমন, সিঙ্গেল সিড ডিসেন্ট মেথড, মডিফায়েড পিডিগ্রী মেথড ব্যবহার করা হয়েছে । লবণাক্তপ্রবণ অঞ্চলে গম চাষ করা হলে দেশের সার্বিক খাদ্য নিরাপত্তাকে আরো সুদৃঢ় ভিত্তি দিবে বলে তিনি আশা প্রকাশ করেন । দেশের লবণাক্ত পরিবেশে গম উৎপাদনের জন্য আরও বেশি গবেষণা হওয়া দরকার । গবেষণা হলে লবণাক্ত পরিবেশে গম উৎপাদনের এক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে বলে তিনি মনে করেন।

আনসার ব্যাটালিয়ন অফিস কমপাউন্ডে ককটেল বিস্ফোরণ
  • ৩১ জানুয়ারি ২০২৬
সরকারের ঋণ নিয়ে ঢাবি অধ্যাপকের ছড়ানো তথ্য সঠিক নয়
  • ৩১ জানুয়ারি ২০২৬
‘নির্ধারিত সময়ের আগে সরকারি বাসা ছেড়েও মিডিয়া ট্রায়ালের শিক…
  • ৩১ জানুয়ারি ২০২৬
শেরপুরে সেই জামায়াত নেতা হত্যার ঘটনায় মামলা
  • ৩১ জানুয়ারি ২০২৬
‘শহীদের মায়ের আবেগকে অবমাননা অমানবিক ও নিন্দনীয়’
  • ৩১ জানুয়ারি ২০২৬
জুলাইয়ে শহীদ সাংবাদিক মেহেদির বাবাকে মারধর, অভিযোগ বিএনপির …
  • ৩১ জানুয়ারি ২০২৬