হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ২০১৮ সেশনের সমাজবিজ্ঞান বিভাগের শাহাদাত নামের এক শিক্ষার্থীকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার রাত ১০টার দিকে ক্যাম্পাসের কেন্দ্রীয় মসজিদের সংলগ্ন রাস্তায় এ ঘটনা ঘটে।
জানা যায়, রবিবার রাত ১০টার দিকে ক্যাম্পাস পাশে বাঁশের হাট থেকে হলে যাওয়ার সময় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সংলগ্ন রাস্তা দিয়ে যাচ্ছিলো। এসময় আর্তকিতভাবে কয়েকজন দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়। এ সময় তাকে ব্লেড ও ছুরি দিয়ে কুপিয়ে জখম করা হয়। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে দিনাজপুরের এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. মো. আবু সাঈদ বলেন, হামলার বিষয়টি আমি শুনেছি । তবে এর সাথে কারা জড়িত আছে তাদের পরিচয় না পাওয়া পর্যন্ত কোন ব্যবস্থা নেয়া যাচ্ছে না। এ ব্যাপারে প্রক্টরের সঙ্গে কথা বলে অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।