হাবিপ্রবি মেডিকেল সেন্টার সম্প্রসারণ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

© টিডিসি ফটো

দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) মেডিকেল সেন্টার সম্প্রসারণ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে । বৃহস্পতিবার (১ আগস্ট ২০১৯) বিকাল সাড়ে ৪ টায় মেডিকেল সম্প্রসারণ নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মু. আবুল কাসেম ।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধক্ষ্য প্রফেসর ড.বিধান চন্দ্র হালদার ,রেজিস্ট্রার প্রফেসর ডা. মো .ফজলুল হক , হিসাব শাখার পরিচালক প্রফেসর ড.মো.শাহাদৎ হোসেন খান (লিখন), প্রক্টর প্রফেসর ড.মো.খালেদ হোসেন, বাংলাদেশ ছাত্রলীগ হাবিপ্রবি শাখার নেতৃবৃন্দ ও বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও কর্মচারীগণ ।

উদ্বোধনের পূর্বে প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মু. আবুল কাসেম বলেন, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন উন্নয়ন কাজের অংশ হিসেবে এই মেডিকেল সেন্টারটি বর্ধিত করণের সিন্ধান্ত নেয়া হয়েছে।শিক্ষার্থীদের চাহিদা অনুযায়ী কাজ করার চেষ্টা করি যাচ্ছি । শুধু মেডিকেলে সেন্টারকে কাঠামোগত ভাবে উন্নতকরণ নয়।মেডিকেল সেন্টার সুন্দর ও সুষ্ঠভাবে চলার জন্য গাইনি, চক্ষু, দন্ত বিশেষজ্ঞ নিয়োগ দেয়া হবে।আমার ছাত্র-ছাত্রীরা যেন ভালো মানের সেবা পায় সেজন্য ডাক্তারের পাশাপাশি ওয়ার্ডবয়, নার্সসহ ও প্রয়োজনীয় জিনিসপত্রের ব্যবস্থা করা হবে ।

ইঞ্জিনিয়ারিং বিভাগের কয়েকজন কর্মকর্তা জানান, মেডিকেল সেন্টারটিকে তিন তলায় উন্নীত করার জন্য পরিকল্পনা করা হয়েছে । প্রাথমিকভাবে এক তোলার কাজ সম্পন্ন করা হবে।এরপর বাজেট সাপেক্ষে বাকী তোলার কাজ সম্পন্ন হবে। সম্প্রসারিত নতুন এই অংশ(১ম তলা) ১২ শয্যা বিশিষ্ট করা হবে । শিক্ষক ,শিক্ষিকা ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক পৃথক ওয়ার্ডের ব্যবস্থা থাকবে । ৩২৪২ স্কয়ার ফিট বিশিষ্ট সম্প্রসারিত নতুন এই অংশের কাজ করতে প্রায় ১ কোটি ১০ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে ।

এসময় সাধারণ শিক্ষার্থীদের পক্ষে শেখ রাসেল হল শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোরশেদুল আলম রনি, সম্প্রসারিত মেডিকেল সেন্টারটি তিনতলা বিশিষ্ট না করে পাঁচতলার জন্য ভিত্তি প্রস্তর স্থাপন ,শিক্ষার্থীদের জন্য হল নির্মাণ এবং সাধারণ শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসার জন্যে প্রাথমিক যে ওষুধ গুলো দরকার সেগুলো মেডিকেল সেন্টারে সংযুক্ত করার দাবি জানান।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ডা. মো.ফজলুল হক , শিক্ষার্থীদের দাবির সাথে একমত পোষণ করে মেডিকেল সেন্টার ৫ তলায় বর্ধিত করার আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, সময়ের সাথে জনসংখ্যা বাড়ছে কিন্তু জায়গা-জমি বাড়ছে না তাই ভবিষ্যতের ভাবনা ভেবেই কাজ করা প্রয়োজন । ৫ তলার ভিত্তিস্থাপিত হলে এখন না হোক প্রয়োজন অনুসারে কাজ করা যাবে। তার জন্য অতিরিক্ত যে বরাদ্দ প্রয়োজন তা ভিসি মহোদয়কে দেয়ার জন্য তিনি অনুরোধ জানান।

আনসার ব্যাটালিয়ন অফিস কমপাউন্ডে ককটেল বিস্ফোরণ
  • ৩১ জানুয়ারি ২০২৬
সরকারের ঋণ নিয়ে ঢাবি অধ্যাপকের ছড়ানো তথ্য সঠিক নয়
  • ৩১ জানুয়ারি ২০২৬
‘নির্ধারিত সময়ের আগে সরকারি বাসা ছেড়েও মিডিয়া ট্রায়ালের শিক…
  • ৩১ জানুয়ারি ২০২৬
শেরপুরে সেই জামায়াত নেতা হত্যার ঘটনায় মামলা
  • ৩১ জানুয়ারি ২০২৬
‘শহীদের মায়ের আবেগকে অবমাননা অমানবিক ও নিন্দনীয়’
  • ৩১ জানুয়ারি ২০২৬
জুলাইয়ে শহীদ সাংবাদিক মেহেদির বাবাকে মারধর, অভিযোগ বিএনপির …
  • ৩১ জানুয়ারি ২০২৬