ফেসবুকে অশালীন মন্তব্য করায় বেরোবির তিন কর্মচারী সাময়িক বরখাস্ত

© সংগৃহীত

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক এবং গণিত বিভাগের অধ্যাপক ড. আর এম হাফিজুর রহমান কে নিয়ে ফেসবুকে অশালীন মন্তব্য করার অভিযোগে তিন কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে বিষয়টি অধিকতর খতিয়ে দেখার জন্য তদন্ত কমিটিও গঠন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের (১ আগস্ট) রেজিস্ট্রার আবু হেনা মুস্তাফা কামাল স্বাক্ষরিত এক চিঠিতে এই আদেশ জারি করেন। আদেশটি বৃহস্পতিবার অপরাহ্ন থেকে কার্যকর হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। বরখাস্তকৃত কর্মচারীরা হলেন ক্যাফেটেরিয়ায় কর্মরত সিনিয়র পিএ কাম কম্পিউটার অপারেটর মোঃ রবিউল ইসলাম, নিরাপত্তা শাখার নিরাপত্তা প্রহরী মো. নুর আলম মিয়া এবং রসায়ন বিভাগের ল্যাব এ্যাটেনডেন্ট মো. মালেক মিয়া।

অভিযুক্ত কর্মচারী নুর আলমের সাথে কথা বললে তিনি জানান, আমরা তিন দফা দাবীতে আন্দোলন করছি। এই আন্দোলনকে দমানোর জন্যে একটা ইস্যু তুলে বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের তিনজনকে সাময়িক বহিস্কারের আদেশ দিয়েছে। সরকারী চাকরীর নীতিমালা অনুযায়ী কাউকে বরখাস্ত করতে হলে তার কিছু প্রক্রিয়া আছে যা বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের তিনজনের ব্যপারে অনুসরণ করেননি।

উল্লেখ্য, এবিষয়ে ২৫জুলাই এই তিনজন কর্মচারীকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছিল। এ বিষয়ে তাদের জবাব সন্তোষজনক না হওয়ায় অসদাচারণের অভিযোগে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় আইন-২০০৯ এবং সরকারী কর্মচারী আইন (শৃঙ্খলা ও আপিল)-২০১৮ আইনের বিধি ১২(১) অনুযায়ী শৃঙ্খলা বিনষ্টের দায়ে তাদের সাময়িক বরখাস্ত করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন।

চাঁপাইনবাবগঞ্জে বিএনপির ৬০ নেতাকর্মীর জামায়াতে যোগদান
  • ৩১ জানুয়ারি ২০২৬
দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল অনার্স শিক্ষার্থীর
  • ৩১ জানুয়ারি ২০২৬
জামায়াত নেতা হত্যায় মামলা, প্রধান আসামি শেরপুর-৩ আসনের বিএন…
  • ৩১ জানুয়ারি ২০২৬
বাউফলে ভোট চাওয়া নিয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষ, আহত-২
  • ৩১ জানুয়ারি ২০২৬
রুয়েটে প্রযুক্তিভিত্তিক প্রতিযোগিতা টেক ফেস্ট অনুষ্ঠিত
  • ৩১ জানুয়ারি ২০২৬
আনসার ব্যাটালিয়ন অফিস কমপাউন্ডে ককটেল বিস্ফোরণ
  • ৩১ জানুয়ারি ২০২৬