সীট দখলকে কেন্দ্র করে ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষে অর্ধশত আহত

২৯ জুন ২০১৯, ১০:০৩ PM

© সংগৃহীত

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) হলের সীট দখলকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে প্রায় ৫০ জন আহত হয়েছে। এদের মধ্যে ৪১ জনকে চিকিৎসা দেয়া হয়েছে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে।

বৃহস্পতিবার দিবাগত রাত ১২টায় এই ঘটনার সুত্রপাত ঘটে। ভোর সাড়ে ৪টা পর্যন্ত চলে দু’পক্ষের সংঘর্ষ। আহতদের মধ্যে গুরুত্বর অবস্থায় মামুনুর রশিদ ও রাব্বি শেখ নামে দুই জনকে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

প্রত্যক্ষদর্শী ও বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, হাবিপ্রবি’র শেখ রাসেল হলে ৮টি সীট ফাকা থাকায় রাতে ওই সীটে থাকার জন্য শিক্ষার্থীদেরকে নিয়ে যায় ছাত্রলীগ নেতা নাহিদ আহমেদ নয়ন। এ সময় ওই হলের ছাত্রলীগ সভাপতি রুহুল কুদ্দুস জোহার সাথে তার বাক বিতন্ডার এক পর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ইট-পাটকেল নিয়ে উভয় পক্ষ আক্রমণ করে। শিক্ষার্থীদের অভিযোগ- এ সময় ৩ রাউন্ড ফাকা গুলিবর্ষণের ঘটনাও ঘটে।

এই সংঘর্ষে উভয়পক্ষের প্রায় ৫০ জন আহত হয়। তাদেরকে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এরা হ”েছ- মামুনুর রশিদ (২৪), রব্বি শেখ (২৩), সজিব (২৪), সারোয়ার (২৪), রেজা (২১), আপন (২১), সৈকত (২১), জয় (২২), সিয়াম (২১), অমিত (২০), নিবিড় (২২), সিধু রায় (২২), ধ্রুব (২১), রাসেল (২২), রাতুল (২৩), আব্দুল হালিম (২২), শাহ আলম (১৮), হামিদ (২০), তুহিন (২৩), সুমন (২১), তিরচন্দ্র (২৩), সবুজ (২৩), আবু সুফিয়ান (২২), মিলন (২১), সাব্বির আলম (২২), নিরোত্তম (২১), লিখন (২২), রাজিব (২৩), জত্রিম কুমার (২১), তুষার (২২), সহির (২০)সহ আরও ১২ জন। এর মধ্যে গুরুতর আহত হওয়ায় মামুনুর রশিদ (২৪), রব্বি শেখ (২৩), নামে দুইজনকে এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। বাকী ৩৯ জনকে চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।

দিনাজপুর কোতয়ালী থানার পরিদর্শক (তদন্ত) বজলুর রশিদ জানান, এই ঘটনার সংবাদ পেয়ে দিনাজপুর কোতয়ালী থানা পুলিশ ঘটনা¯’লে গেলেও তাদেরকে বিশ্ববিদ্যালয়ের ভিতরে প্রবেশ করার অনুমতি দেয়নি প্রশাসন। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসলে পুলিশ ঘটনাস্থল থেকে চলে আসে। এখন পর্যন্ত কোন পক্ষ এ ব্যাপারে কোন অভিযোগ দায়ের করেনি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. খালিদ হোসেন সাংবাদিকদের জানান, আহতদেরকে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এই ঘটনায় উপাচার্যের সাথে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। গুলির ঘটনার বিষয়ে তিনি বলেন, শিক্ষার্থীরা জোরে শব্দ শুনতে পেয়েছে বলে জানিয়েছে। তবে এটি গুলির নাকি পটকার সঠিকভাবে বলা যাচ্ছে না।

এদিকে এই সংঘর্ষের ঘটনায় বিশ্ববিদ্যালয়ে থমথমে অবস্থা বিরাজ করছে।

বাউফলে ভোট চাওয়া নিয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষ, আহত-২
  • ৩১ জানুয়ারি ২০২৬
রুয়েটে প্রযুক্তিভিত্তিক প্রতিযোগিতা টেক ফেস্ট অনুষ্ঠিত
  • ৩১ জানুয়ারি ২০২৬
আনসার ব্যাটালিয়ন অফিস কমপাউন্ডে ককটেল বিস্ফোরণ
  • ৩১ জানুয়ারি ২০২৬
সরকারের ঋণ নিয়ে ঢাবি অধ্যাপকের ছড়ানো তথ্য সঠিক নয়
  • ৩১ জানুয়ারি ২০২৬
‘নির্ধারিত সময়ের আগে সরকারি বাসা ছেড়েও মিডিয়া ট্রায়ালের শিক…
  • ৩১ জানুয়ারি ২০২৬
শেরপুরে সেই জামায়াত নেতা হত্যার ঘটনায় মামলা
  • ৩১ জানুয়ারি ২০২৬