প্রগতিশীল শিক্ষক ফোরামের সভাপতি ড. বলরাম সম্পাদক ড.হারুন

২৭ জুন ২০১৯, ০৯:৩৬ PM

© টিডিসি ফটো

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) পেশাজীবী প্রগতিমনা শিক্ষকদের সংগঠণ প্রগতিশীল শিক্ষক ফোরামের নতুন কমিটি গঠিত হয়েছে ।

নব গঠিত এই কমিটিতে অধ্যাপক ড. বলরাম রায় কে সভাপতি এবং অধ্যাপক ড. এস এম হারুন-উর-রশীদকে সাধারণ সম্পাদক করে ৪৬ সদস্য বিশিষ্ট্য কমিটি ঘোষণা করেন সাবেক উপাচার্য, অনুষ্ঠান ও বিদায়ী কমিটির সভাপতি অধ্যাপক মো. রুহুল আমিন।

অধ্যাপক ড. বলরাম রায়ের উদ্বোধনী বক্তব্যে ও অধ্যাপক মো. মামুনুর রশীদের সঞ্চালনায় বার্ষিক সাধারণ সভায় বক্তব্য রাখেন অধ্যাপক ড. মো. আনিস খান, অধ্যাপক ড. মো. সাইফুর রহমান, অধ্যাপক ড. এটিএম. শফিকুল ইসলাম, অধ্যাপক ডা. এস এম হারুন-উর-রশীদ, অধ্যাপক ড. মো. নাজিমউদ্দিন, অধ্যাপক ড. বিকাশ চন্দ্র সরকার, অধ্যাপক ড. ফেরদৌস মেহবুব, মো. আব্দুর রশীদ, ড. ইয়াসিন প্রধান, মো. শাহীন আলম, কৃষ্ণ চন্দ্র রায়, রায়হানুল হক, মো. মাইনউদ্দীন আহমেদ প্রমুখ।

নব নির্বাচিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি অধ্যাপক ড. মো. আনিস খান, অধ্যাপক ড. মো. সাইফুর রহমান, অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. মামুনুর রশীদ, অধ্যাপক ড. মো. মমিনুল ইসলাম, মো. আব্দুর রশীদ কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ফেরদৌস মেহবুব, সহ-কোষাধ্যক্ষ মাইনউদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক আদিবা মাহজাবীন নিতু, হাসান জামিল জেনিথ, প্রচার সম্পাদক কৃষ্ণ চন্দ্র রায়, সহ-প্রচার সম্পাদক সাবরিনা মোস্তাফিজ, সাংস্কৃতিক সম্পাদক ড. আজিজুল হক, সহ-সাংস্কৃতিক সম্পাদক মিজানুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদক উলফাত জাহান লিথি, সমাজকল্যান বিষয়ক সম্পাদক মোজাফ্ফর হোসেন, সহ-সমাজকল্যান সম্পাদক নাহিদ সুলতান, দপ্তর সম্পাদক রনী কুমার দত্ত, আইটি সম্পাদক মাসুদ ইবনে আফজাল, সহ-আইটি সম্পাদক পলাশ উদ্দিন, গবেষণা সম্পাদক ড. রিয়াজুল হক। এছাড়ও সর্বমোট ২৪ জনকে কার্যকরী সদস্য মনোনীত করে ৪৬ সদস্যের কমিটি গঠন করা হয়।

বাউফলে ভোট চাওয়া নিয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষ, আহত-২
  • ৩১ জানুয়ারি ২০২৬
রুয়েটে প্রযুক্তিভিত্তিক প্রতিযোগিতা টেক ফেস্ট অনুষ্ঠিত
  • ৩১ জানুয়ারি ২০২৬
আনসার ব্যাটালিয়ন অফিস কমপাউন্ডে ককটেল বিস্ফোরণ
  • ৩১ জানুয়ারি ২০২৬
সরকারের ঋণ নিয়ে ঢাবি অধ্যাপকের ছড়ানো তথ্য সঠিক নয়
  • ৩১ জানুয়ারি ২০২৬
‘নির্ধারিত সময়ের আগে সরকারি বাসা ছেড়েও মিডিয়া ট্রায়ালের শিক…
  • ৩১ জানুয়ারি ২০২৬
শেরপুরে সেই জামায়াত নেতা হত্যার ঘটনায় মামলা
  • ৩১ জানুয়ারি ২০২৬