পানি সংকটে চরম দুর্ভোগে হাবিপ্রবির শিক্ষার্থীরা

১৪ জুন ২০১৯, ০৬:১৪ PM

© টিডিসি ফটো

ঈদের দীর্ঘ ছুটির পর ঈদের আমেজ নিয়েই ক্যাম্পাসে ফিরতে শুরু করেছে হাবিপ্রবির শিক্ষার্থীরা।কিন্তু ছেলেদের জিয়া হল এবং মেয়েদের ফজিলাতুন্নেছা মুজিব হলের পানি সঙ্কট ঐ হল দু'টির আবাসিক শিক্ষার্থীদের এই আমেজকে কিছুটা হলেও কমিয়ে দিয়েছে। হল সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সমস্যা সমাধানে এখনো কোন পদক্ষেপ গ্রহণ করেনি।

ভুক্তভোগী ডরমেটরী-২ (জিয়া হল) এর শিক্ষার্থীরা পানি সঙ্কটের প্রতিবাদ জানিয়ে সোশ্যাল মিডিয়ায় লিখালিখি শুরু করছেন । আবাসিক শিক্ষার্থী মাসুদ রানা প্রতিবাদ জানিয়ে বলেন,"গতকাল থেকে এখন পর্যন্ত হলে পানি সরবরাহ বন্ধ।খাবার পানি থেকে শুরু করে টয়লেটে পর্যন্ত পানি সরবরাহ নেই। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এ ব্যাপারে কোন নজরদারি দেখছি না। বিকল্প ব্যবস্থা গ্রহণের মাধ্যমে কর্তৃপক্ষকে সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য অনুরোধ করছি।

রাশেদ নামের ওপর এক শিক্ষার্থী ভাইস চ্যান্সেলর মহোদয়কে হলের পানি সমস্যার কথা জানালে , ভাইস চ্যান্সেলর মহোদয় পানির লাইন ঠিক না হওয়া পর্যন্ত বিকল্প ব্যবস্থা গ্রহণের কথা জানান ।

অন্যদিকে ফজিলাতুন্নেছা মুজিব হলের আবাসিক শিক্ষার্থী ফিশারিজ অনুষদের 'রুমানা ইয়াসমিন বৈশাখী' নামের একজন শিক্ষার্থী প্রতিবাদ জানিয়ে ফেসবুকে লিখেছেন, " আমাদের এখন সিসিটিভি ক্যামেরার চেয়ে পানি বেশী প্রয়োজন। মাত্র একটি টিউবওয়েল থেকে মেয়েরা লাইন ধরে দাঁড়িয়ে পানি নিচ্ছে।আমরা এই সমস্যার সমাধান চাই"

এ ব্যাপারে জিয়া হলের হল সুপার গোলাম রব্বানী স্যারের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান,"গত দু'দিন থেকে আমাদের ইঞ্জিনিয়ার এবং টেকনিশিয়ানরা চেষ্টা করে সমস্যা সমাধানে ব্যর্থ হয়েছে।এজন্য ঢাকা থেকে টেকনিশিয়ান এসে পাম্পটি রিপেয়ার করার চেষ্টা করছে।আশা করি খুব দ্রুত সমস্যার সমাধান হবে"।

জামায়াত নেতা হত্যায় মামলা, প্রধান আসামি শেরপুর-৩ আসনের বিএন…
  • ৩১ জানুয়ারি ২০২৬
বাউফলে ভোট চাওয়া নিয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষ, আহত-২
  • ৩১ জানুয়ারি ২০২৬
রুয়েটে প্রযুক্তিভিত্তিক প্রতিযোগিতা টেক ফেস্ট অনুষ্ঠিত
  • ৩১ জানুয়ারি ২০২৬
আনসার ব্যাটালিয়ন অফিস কমপাউন্ডে ককটেল বিস্ফোরণ
  • ৩১ জানুয়ারি ২০২৬
সরকারের ঋণ নিয়ে ঢাবি অধ্যাপকের ছড়ানো তথ্য সঠিক নয়
  • ৩১ জানুয়ারি ২০২৬
‘নির্ধারিত সময়ের আগে সরকারি বাসা ছেড়েও মিডিয়া ট্রায়ালের শিক…
  • ৩১ জানুয়ারি ২০২৬