জকসুর ভিপি পদ

নাট্যকলা-চারুকলা-সঙ্গীতসহ ৯টিতে এগিয়ে ছাত্রদল, শিবির এগিয়ে যে বিভাগগুলোয়

০৭ জানুয়ারি ২০২৬, ১০:৫১ PM
জকসুর শীর্ষ ভিপি পদের দুই প্রার্থী

জকসুর শীর্ষ ভিপি পদের দুই প্রার্থী © টিডিসি সম্পাদিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের বিভাগভিত্তিক ফল বিশ্লেষণে দেখা যাচ্ছে, ভিপি পদে কিছু বিভাগে ছাত্রদল সমর্থিত প্রার্থী একেএম রাকিব এগিয়ে থাকলেও অধিকাংশ বিভাগে এগিয়ে আছেন ছাত্রশিবির সমর্থিত প্রার্থী রিয়াজুল ইসলাম।

তথ্যমতে, এখন পর্যন্ত জকসুর ৩৯টি কেন্দ্রের মধ্যে ৩৩টি কেন্দ্রের ভোটগণনা শেষ হয়েছে। কেন্দ্রের ফলাফল পর্যালোচনা করে দেখা গেছে, ভিপি পদে শিবিরের মোঃ রিয়াজুল ইসলাম চার হাজার ৪৩২ ভোট পেয়ে এগিয়ে আছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত ও ছাত্র অধিকারের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি  একেএম রাকিব পেয়েছেন ৩ হাজার ৭৭৭ ভোট।

প্রকাশিত ফল অনুযায়ী, নাট্যকলা, সঙ্গীত, চারুকলা, আইইআর, দর্শন, ফাইন্যান্স, লোক প্রশাসন, বোটানি, ফিল্ম এন্ড টেলিভিশন ও লোক প্রশাসনসহ মোট ৯টি বিভাগে ছাত্রদল সমর্থিত প্রার্থী রাকিব এগিয়ে রয়েছেন। নাট্যকলা বিভাগে রাকিব পেয়েছেন ৯৬ ভোট, রিয়াজুল পেয়েছেন ১০ ভোট। সঙ্গীত বিভাগে রাকিবের ভোট ১২৫, রিয়াজুলের ৪। চারুকলায় রাকিব পেয়েছেন ১০৬, রিয়াজুল ২১ ভোট। দর্শন বিভাগেও রাকিব এগিয়ে (১৭৫ বনাম ১১১)। ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগে রাকিবের ৬৩ ভোটের বিপরীতে রিয়াজ পেয়েছেন ২৩ ভোট। 

অন্যদিকে টেবিলভিত্তিক ফলাফলের বিশ্লেষণে দেখা যায়, জকসু নির্বাচনে ভিপি পদে ছাত্রশিবির সমর্থিত প্রার্থী রিয়াজুল ইসলাম মার্কেটিং, জিওগ্রাফি, নৃবিজ্ঞান, সাংবাদিকতা, গণিত, পরিসংখ্যান, ইসলাম শিক্ষা, ইংরেজি, সাইকোলজি, কম্পিউটার সায়েন্স, সমাজবিজ্ঞান, সমাজকর্ম, আইন ও ভূমি, মাইক্রোবায়োলজি, ফার্মেসি, বায়োকেমিস্ট্রি, জেনেটিক্স, রসায়ন, ম্যানেজমেন্ট, অর্থনীতি, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, পদার্থ বিজ্ঞান, আইন ও মর্ডান ল্যাঙ্গুেজ বিভাগে জয় পেয়েছেন।

এর মধ্যে ইংরেজি বিভাগে রিয়াজুল পেয়েছেন ১৯৮ ভোট, রাকিব পেয়েছেন ১২৩। আইন বিভাগে রিয়াজুলের ভোট ২৮৯, রাকিবের ১২০। ব্যবস্থাপনা বিভাগে রিয়াজুল ২৮৮, রাকিব ২৬৪ ভোট পান। রাষ্ট্রবিজ্ঞান বিভাগে রিয়াজুল এগিয়ে ১৮৮ বনাম ১৫২ ভোটে।

চলমান বিক্ষোভে ইরানজুড়ে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন
  • ০৯ জানুয়ারি ২০২৬
নাটোর-১ আসনে বিএনপির একাধিক প্রভাবশালী প্রার্থী, ফুরফুরা জা…
  • ০৯ জানুয়ারি ২০২৬
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা, গাইবান্ধায় ১৪৪ ধারা জারি
  • ০৯ জানুয়ারি ২০২৬
প্রশ্নফাঁসের অভিযোগে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল চে…
  • ০৮ জানুয়ারি ২০২৬
জাবিতে খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি কামনায় যজ্ঞানুষ্ঠা…
  • ০৮ জানুয়ারি ২০২৬
এফএসবি-ইয়ং ফিশারিজ স্টুডেন্টস কংগ্রেস: ঢাবিতে দিনব্যাপী ইন্…
  • ০৮ জানুয়ারি ২০২৬