দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের সিএসই ল্যাব হতে কয়েকটি কম্পিউটারের ভেতরের যন্ত্রাংশ, মনিটর এবং প্রজেক্টরসহ দামী যন্ত্রাংশ চুরি হয়েছে। অন্যদিকে ক্যাম্পাসের কনস্ট্রাকশন কাজের জন্য নিয়ে আসা রড চুরি হওয়ার খবর পাওয়া গেছ ।
এ ব্যাপারে সিএসই অনুষদের ডিন আদিবা মাহজাবিন নিতু জানান, গত শনিবার রাতে ড. এম ওয়াজেদ ভবনের সিএসই বিভাগের কম্পিউটার ল্যাব (২০১ নং রুম) হতে ৫ টি কম্পিউটারের কেসিং খুলে র্যাম, হার্ডডিস্ক ,প্রসেসর এবং ৩ টি কম্পিউটারের মনিটরসহ দামী যন্ত্রাংশ চুরি হয়ে যায়। এছাড়াও সিলিং থেকে ঝুলিয়ে রাখা একটি মাল্টিমিডিয়া প্রজেক্টর চুরি হয়েছে । এর তিনদিন পরে গতকাল(মঙ্গল বার) রাতে পাশের রুম থেকে ১২-১৩টি কম্পিউটারের র্যাম, হার্ডডিস্ক ,প্রসেসর চুরি হয়ে গেছে। আমি দুটো ব্যাপারেই আলাদা আলাদা করে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে লিখিত অভিযোগ দিয়েছি ।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মো.খালেদ হোসেন বলেন, হ্যা আমরা তাদের কাছ থেকে লিখিত অভিযোগ পেয়েছি এবং তার প্রেক্ষিতে দিনাজপুর কোতয়ালী থানায় একটা মামলা করেছি। পুলিশ এসে সরেজমিনে তদন্তও করে গেছেন। ইন্টারনাল একটি তদন্ত কমিটিও গঠন করে দেয়ার কথা রয়েছে। রেজিস্টার মহোদয় স্যারের সাথে কথা বলে যা করলে ভালো হয় সেটি আমরা করবো। আপাতত ক্যাম্পাস ছুটির মুহুর্তে ঘটনাটি ঘটায় তদন্ত কমিটি গঠন করা হয়নি । ঈদের পর তদন্ত কমিটি গঠন করে দেয়া হবে ।
এ বিষয়ে জানতে চাইলে সদর থানার অফিসার ইন চার্জ রেদওয়ানুর রহিম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন ।