ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটির সভাপতি পাভেল, সম্পাদক জিহাদ

০৬ নভেম্বর ২০২৫, ০৯:১০ PM
আজিজুর রহমান ও জিহাদ হোসাইন

আজিজুর রহমান ও জিহাদ হোসাইন © টিডিসি সম্পাদিত

ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটির (ডিসিডিএস) নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন আজিজুর রহমান পাভেল এবং সাধারণ সম্পাদক হয়েছেন জিহাদ হোসাইন।

আজিজুর রহমান পাভেল ঢাকা কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং এর আগে সংগঠনটির সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। অন্যদিকে জিহাদ হোসাইন ২০২০-২১ শিক্ষাবর্ষের বাংলা বিভাগের শিক্ষার্থী, তিনি পূর্বে অর্থ সম্পাদকের দায়িত্বে ছিলেন।

আজ বৃহস্পতিবার (৬ নভেম্বর) ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস এবং ডিসিডিএসের চিফ মডারেটর অধ্যাপক মো. আকতারুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করা হয়।

ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটির নতুন এ কমিটির সহ-সভাপতি ও যুগ্ম-সাধারণ সম্পাদক হয়েছেন মোট ৬ জন। তারা হলেন সহ-সভাপতি (প্রশাসন) ফয়সাল আহমেদ, সহ-সভাপতি (বিতর্ক ও কর্মশালা) কৌশিক সাহা, সহ-সভাপতি (তথ্য ও গবেষণা) ওমর ফারুক, যুগ্ম-সাধারণ সম্পাদক (প্রশাসন) ইমরান হোসাইন, যুগ্ম-সাধারণ সম্পাদক (বিতর্ক ও কর্মশালা) শরিফুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক (তথ্য ও গবেষণা) আমিনুর রশিদ।

সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন রবিউল চোকদার, দপ্তর সম্পাদক মো. আশিকুর রহমান ও অর্থ সম্পাদক মো. মেহেরাব হোসেন রত্ন। বিতর্ক সম্পাদক (বাংলা) মুনসি কাদের, বিতর্ক সম্পাদক (ইংরেজি) মো. মিজানুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক শেখ আকিব, আন্তর্জাতিক সম্পাদক হোসেন জুহায়ের জুহান, যোগাযোগ সম্পাদক অয়ালিদ হাসান রাহীম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো. ইমামুল হাসান, পাঠচক্র সম্পাদক, ফাহিম মুনতাসির নাবিল এবং অনুষ্ঠান সম্পাদক হয়েছেন আবদুল্লাহ আহমেদ। 

এছাড়াও নির্বাহী সদস্য হয়েছেন নাগিব মাহফুজ ইসতিয়াক, মাহীন আহসান, মো. রিসাদ আলী, ইব্রাহীম ভূইয়া, মো. আহনাফ তাহমীদ এবং মোহাম্মদ জুবায়ের।

নতুন সভাপতি আজিজুর রহমান পাভেল বলেন, ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটি শুধু একটি সংগঠন নয়, এটি চিন্তা, যুক্তি ও নেতৃত্বের এক অগ্রযাত্রা। আমাদের লক্ষ্য হবে নতুন প্রজন্মের বিতার্কিকদের মাঝে যুক্তিবোধ, সমালোচনামূলক চিন্তা ও নেতৃত্বের গুণাবলি বিকাশ করা। আমি আশা করি, আমাদের নতুন কমিটি সোসাইটির ঐতিহ্য ধরে রেখে আরও সাফল্য বয়ে আনবে।

সাধারণ সম্পাদক জিহাদ হোসাইন বলেন, বিতর্ক কেবল বাগযুদ্ধ নয়, এটি চিন্তার জাগরণ ও সত্যের সন্ধান। ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটি ‘দ্রোহের অনলে পুড়ে যাক সব বাধা,যুক্তি হোক পাথেয়’- এই স্লোগানকে ধারণ এগিয়ে  যাচ্ছে। আমি বিশ্বাস করি, বিতর্ক শেখায় শুনতে, ভাবতে ও মানবিক হতে। এই সংগঠন আমাদের যুক্তিবাদী, ন্যায়নিষ্ঠ ও সচেতন নাগরিক হিসেবে গড়ে তোলে। আমাদের লক্ষ্য ঢাকা কলেজের প্রতিটি শিক্ষার্থীর মনে যুক্তির শিখা প্রজ্বলিত করা, যাতে তারা হয়ে ওঠে পরিবর্তনের কণ্ঠস্বর।

উত্তরায় আগুনে নিহতের ঘটনায় জামায়াতে আমিরের শোক
  • ১৬ জানুয়ারি ২০২৬
একক নির্বাচনের ঘোষণা ইসলামী আন্দোলনের
  • ১৬ জানুয়ারি ২০২৬
ইসলামী আন্দোলনের সংবাদ সম্মেলন শুরু
  • ১৬ জানুয়ারি ২০২৬
রাষ্ট্রীয়ভাবে নবাব সলিমুল্লাহর জন্ম ও মৃত্যুবার্ষিকী পালনের…
  • ১৬ জানুয়ারি ২০২৬
অস্ট্রেলিয়ার পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধির …
  • ১৬ জানুয়ারি ২০২৬
টঙ্গীতে শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ
  • ১৬ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9