৩য় বর্ষ থেকেই ফি কমানোর সিদ্ধান্ত, শীঘ্রই সমাধান আসছে : জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্য
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০১ নভেম্বর ২০২৫, ০২:৪৬ AM , আপডেট: ০১ নভেম্বর ২০২৫, ০২:৪৬ AM
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ বলেছেন, ফি কমানোর সিদ্ধান্ত অনার্স ৩য় বর্ষ থেকেই কার্যকর হবে। যারা ইতোমধ্যেই রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন, তাদের ফি এডজাস্ট করা হবে। শুক্রবার (৩১ অক্টোবর) রাতে এক বার্তায় তিনি এসব কথা বলেন।
উপাচার্য বলেন, ‘ছাত্রছাত্রীদের অসুবিধার কথা চিন্তা করে জাতীয় বিশ্ববিদ্যালয় বিভিন্ন পরীক্ষার ফি যৌক্তিক পর্যায়ে আনার উদ্যোগ নিয়েছে। অনার্স তৃতীয় বর্ষ থেকেই এই সিদ্ধান্ত বাস্তবায়ন হবে। ইতোমধ্যে যারা ফরম পূরণ করেছে, তাদের ফি পরবর্তী সময়ে সমন্বয় করা হবে।’
তিনি আরও বলেন, বর্তমান ফি উল্লেখযোগ্যভাবে কমে আসবে এবং এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা খুব শিগগিরই দেওয়া হবে।
এর আগে গত ২৯ অক্টোবর উপাচার্য বলেন, ‘ছাত্রছাত্রীদের চিন্তা করে জাতীয় বিশ্ববিদ্যালয় বিভিন্ন পরীক্ষার ফি কমানোর জন্যে প্রাথমিক সিদ্ধান্ত গ্রহণ করেছে। বিভিন্ন কলেজের প্রিন্সিপাল এবং বিশ্ববিদ্যালয়ের নীতি নির্ধারকদের নিয়ে একটি মিটিং করে নভেম্বর ১৫ তারিখের মধ্যে এই বিষয়ে ঘোষণা আসবে।’
এদিকে অনার্স ৩য় বর্ষের শিক্ষার্থীরা ফি বৃদ্ধির প্রতিবাদে লাগাতার আন্দোলন করে যাচ্ছিল। অনেকেই উপাচার্যের পদত্যাগের দাবি করেন।