‘তথ্য ভিত্তিক সিদ্ধান্তই টেকসই উন্নয়নের চাবিকাঠি’ শীর্ষক আলোচনা সভা © জনসংযোগ
টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জন করার জন্য পরিসংখ্যানের তথ্য সঠিক, নির্ভুল ও সময়োপযোগী করতে হবে বলে মন্তব্য করেছেন পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পিবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম। আজ মঙ্গলবার (২১ অক্টোবর) বিশ্ব পরিসংখ্যান দিবস ও জাতীয় পরিসংখ্যান দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে ‘তথ্য ভিত্তিক সিদ্ধান্তই টেকসই উন্নয়নের চাবিকাঠি’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে অবস্থিত লাইব্রেরিতে পরিসংখ্যান বিভাগ উক্ত আলোচনা সভার আয়োজন করে।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম বলেন, তথ্য ও পরিসংখ্যানের গুরুত্ব অনেক। কেবল তথ্য দিয়ে একটি জাতিকে বর্ণনা করা এবং তাদের সার্বিক অবস্থা সম্পর্কেও ধারণা পাওয়া সম্ভব। আজকে দিবসটি আয়োজনের মাধ্যমে আমরা তথ্য ও পরিসংখ্যানের গুরুত্ব শিক্ষার্থীদের মাঝে তুলে ধরতে পারবো।
তিনি আরও বলেন, টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জন করার জন্য পরিসংখ্যানের তথ্যগুলো সঠিক, নির্ভুল ও সময়োপযোগী হতে হবে। তাহলে আমরা দেশকে উন্নয়নের দিকে নিয়ে যেতে পারবো। এজন্য তিনি তথ্য সংগ্রহ ও তথ্য দেওয়ার ক্ষেত্রে সবাইকে সৎ ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।
এ সময় পিবিপ্রবি উপাচার্য শিক্ষার্থীদের বড় বড় স্বপ্ন দেখার আহ্বান জানান। একইসঙ্গে স্বপ্ন বাস্তবায়ন ও জীবনের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের জন্য নিরলস পরিশ্রম করার পরামর্শ দেন।
পরিসংখ্যান বিভাগের প্রভাষক সুমাইয়া সুলতানার সঞ্চালনায় এবং চেয়ারম্যান ড. মো. মুছা খানের সভাপতিত্বে আলোচনা সভায় পিরোজপুর জেলা পরিসংখ্যান অফিসের ভারপ্রাপ্ত উপপরিচালক মো. মাছুম মিয়া, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ড. সোহাগ বর্মন, পরিসংখ্যান বিভাগের প্রভাষক রেহানা আক্তার তামীম ও মাঈন মোল্লা বক্তব্য রাখেন।
পরিসংখ্যানের গুরুত্ব তুলে ধরে বক্তারা বলেন, তথ্য একটি জাতির শক্তি ও সম্পদ। পরিসংখ্যা হলো সেই তথ্যের যোগানদাতা। বক্তারা নির্ভুলভাবে তথ্য সংগ্রহ ও তথ্য বিশ্লেষণ এবং মানসম্মত ও যথাযথ উপায়ে পরিসংখ্যান প্রস্তুত ও প্রকাশ করার ওপর গুরুত্ব আরোপ করেন। পরিসংখ্যানকে আয়নার সাথে তুলনা করে বক্তারা জানান, আয়নায় যেমন নিজেকে দেখা যায় তেমনি পরিসংখ্যান দিয়ে একটি দেশের বর্তমান অবস্থা বোঝা সম্ভব।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন গণিত বিভাগের সহকারী অধ্যাপক ও প্রভোস্ট ড. এম. এম. আয়ুব হুসাইন, সাইকোলজি বিভাগের চেয়ারম্যান শারমিন ইসলাম নিপা, প্রভাষক ও সহকারী প্রভোস্ট নাজমা আক্তার প্রমুখ।