টাইমস হায়ার এডুকেশন র‍্যাঙ্কিংয়ে এবারও জায়গা পায়নি পাবিপ্রবি

০৯ অক্টোবর ২০২৫, ১০:৫১ AM
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

আজ বৃহস্পতিবার (৯ অক্টোবর) যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) এর প্রকাশিত ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং ২০২৬’-এর তালিকায় এবারও স্থান পায়নি পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি)।

এই র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের মোট ২৮টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। এর মধ্যে সরাসরি র‍্যাঙ্কিংয়ে জায়গা করে নিয়েছে ২২টি বিশ্ববিদ্যালয়, আর বাকি ছয়টি জায়গা পেয়েছে রিপোর্টার ক্যাটাগরিতে। তালিকার প্রথমেই ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, গাজিপুর কৃষি বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ ইউনিভার্সিটি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়।

এই তালিকায় স্থান পাওয়া যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যাত্রা পাবিপ্রবির সাথে একই সময়ে শুরু হলেও র‍্যাঙ্কিংয়ে জায়গা করে নেয়নি পাবিপ্রবি, যা শিক্ষার্থীদের মনে আরও বেশি আক্ষেপের জন্ম দিয়েছে।

পাবিপ্রবির  শিক্ষার্থী মেরাজুল ইসলাম বলেন, আমাদের বিশ্ববিদ্যালয় এখনো টাইমস হায়ার এডুকেশন র‍্যাংকিংয়ে জায়গা না পাওয়াটা সত্যিই কষ্টের। দেশের অনেক নতুন বিশ্ববিদ্যালয়ও সেখানে জায়গা করে নিচ্ছে, অথচ আমরা পারছি না এটা ভাবলে হতাশ লাগে। আসলে র‍্যাংকিংয়ে জায়গা পাওয়ার জন্য শুধু অবকাঠামো নয়, প্রয়োজন মানসম্মত গবেষণা, শিক্ষকদের আন্তর্জাতিক প্রকাশনা আর শিক্ষার্থীদের ইনোভেটিভ অংশগ্রহণ। এগুলোতে আমাদের আরও মনোযোগ দিতে হবে। আমি বিশ্বাস করি, যদি প্রশাসন, শিক্ষক আর শিক্ষার্থীরা একসাথে কাজ করে, তাহলে খুব শিগগিরই পাবিপ্রবি সেই কাঙ্ক্ষিত অবস্থানে পৌঁছাতে পারবে।

এসময় অন্যান্য শিক্ষার্থীরা অসন্তোষ প্রকাশ করে জানান, বিশ্ববিদ্যালয়ের উন্নতির জন্য প্রয়োজন মানসম্মত গবেষণা এবং শিক্ষায় আরও বেশি বিনিয়োগ। এভাবে চলতে থাকলে কখনোই আন্তর্জাতিক র‍্যাঙ্কিংয়ে আমরা জায়গা পাব না।

উল্লেখ্য, টাইমস হায়ার এডুকেশনের এই র‍্যাঙ্কিং শিক্ষার মান, গবেষণার পরিবেশ, ইন্ডাস্ট্রিতে সংযুক্তি এবং আন্তর্জাতিক সম্ভাবনার মতো বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে অবদান মূল্যায়ন করে তৈরি করা হয়। এবারের সংস্করণে ১১৫ টি দেশের ২ হাজারের বেশি বিশ্ববিদ্যালয়কে নিয়ে করা হয়েছে এই তালিকা। শীর্ষে রয়েছে যুক্তরাজ্যের অক্সফোর্ড ইউনিভার্সিটি, যা টানা ১০ বছর ধরে প্রথম স্থান ধরে রেখেছে।

নির্বাচনের আগেই পে-স্কেল? আশা জিইয়ে রাখলেন অর্থ উপদেষ্টা
  • ১০ জানুয়ারি ২০২৬
ইস্টার্ন ইউনিভার্সিটির নবনির্বাচিত চেয়ারম্যান ব্যারিস্টার স…
  • ১০ জানুয়ারি ২০২৬
চার শিক্ষার্থীর সমস্যার সমাধান করল জকসু প্রতিনিধিরা
  • ১০ জানুয়ারি ২০২৬
প্রার্থিতা ফিরে পেলেন ৫১ জন, বাতিল ১৭ (তালিকাসহ)
  • ১০ জানুয়ারি ২০২৬
সহকারী শিক্ষক নিয়োগের প্রশ্ন ফাঁস চক্রের ৫ সদস্য রিমান্ডে
  • ১০ জানুয়ারি ২০২৬
নর্দান ইউনিভার্সিটির ৪২তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত
  • ১০ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9