বেরোবিকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে প্রয়োজন সুদূরপ্রসারী মাস্টারপ্ল্যান

২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০০ PM
শনিবার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সিন্ডিকেট রুমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়

শনিবার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সিন্ডিকেট রুমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় © টিডিসি

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) একাডেমিক মাস্টারপ্ল্যান প্রণয়নের লক্ষ্যে ২য় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সিন্ডিকেট রুমে উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলীর সভাপতিত্বে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

এ সময় বিশেষজ্ঞরা জানান, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে পূর্ণাঙ্গ ও মানসম্মত বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে হলে সুদূরপ্রসারী এবং যুগোপযোগী মাস্টারপ্ল্যান প্রয়োজন। মাস্টারপ্ল্যান প্রণয়নের মাধ্যমে মানসম্মত উচ্চশিক্ষা নিশ্চিত করা সহজ হবে। 

তারা বলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের একাডেমিক অগ্রগতির জন্য ১০ বছর (২০২৫-২০৩৫) মেয়াদভিত্তিক মাস্টারপ্ল্যান তৈরি করা হয়েছে। এই একাডেমিক মাস্টারপ্ল্যান বাস্তবায়নের জন্য যথাযথ অবকাঠামো উন্নয়ন নিশ্চিত করতে হবে।

তারা আরও বলেন, বেরোবির একাডেমিক মাস্টারপ্ল্যানে আধুনিক ও সময়োপযোগী শিক্ষাকে প্রাধান্য দিতে হবে। আগামীতে চতুর্থ শিল্প বিপ্লব ও প্রতিযোগিতামূলক বিশ্বে নিজেদের অবস্থান ধরে রাখার জন্য একটি কার্যকর ও  টেকসই একাডেমিক মাস্টারপ্ল্যান প্রয়োজন। এজন্য আধুনিক কর্মমূখী শিক্ষা, বাংলাদেশ তথা উত্তরাঞ্চলের সামগ্রিক উন্নয়ন, গবেষণা ও উদ্ভাবন এবং কর্মসংস্থানের চাহিদার ওপর ভিত্তি করে নতুন অনুষদ, বিভাগ, ইনস্টিটিউট ও সেন্টার চালু করার প্রস্তাবনা দেওয়া হয়েছে।

সভায় বেরোবি উপাচার্য বলেন, আগামী দিনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে র‌্যাংকিংয়ে এগিয়ে আনতে হলে যথাযথ মাস্টারপ্ল্যান প্রয়োজন। আমাদের একাডেমিক মাস্টারপ্ল্যানের ওপর নির্ভর করবে অবকাঠামোগত ইঞ্জিনিয়ারিং মাস্টারপ্ল্যান। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের সীমিত সংখ্যক আয়তনকে সঠিকভাবে কাজে লাগিয়ে শিক্ষার্থীদের ও সংশ্লিষ্ট অংশীজনের সকল ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করার জন্য একাডেমিক মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করতে হবে। একাডেমিক ও ইঞ্জিনিয়ারিং মাস্টারপ্ল্যান অনুযায়ী সকল সুযোগ-সুবিধা নিশ্চিত করা গেলে বেরোবিকে সেন্টার অব এক্সিলেন্স হিসেবে গড়ে তোলা সম্ভব হবে। এজন্য তিনি সকল অংশীজনের পরামর্শ ও সহযোগিতা প্রত্যাশা করেন। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপ-উপাচার্য প্রফেসর ড. সায়মা হক বিদিশা, ঢাবি ভূতত্ত্ব বিভাগের প্রফেসর ড. কাজী মতিন উদ্দিন আহমেদ এবং ঢাবি কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের প্রফেসর ড. সাইফুদ্দিন মো. তারিক একাডেমিক মাস্টারপ্ল্যান তৈরি কাজের পরামর্শক দল হিসেবে বেরোবির ৬টি অনুষদ ও ২২টি বিভাগের শিক্ষক, সাবেক শিক্ষার্থী ও রংপুরের বিভিন্ন শ্রেণীপেশার নেতাদের সঙ্গে মতবিনিময় করেন।

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের নির্মূল করা হবে: র‍্যাব মহাপরিচ…
  • ২১ জানুয়ারি ২০২৬
বক্তব্য ছাড়া সংবাদ প্রকাশ না করার আহ্বান রাশেদ খানের
  • ২১ জানুয়ারি ২০২৬
পুকুরে মুখ ধুতে গিয়ে প্রাণ গেল ৩ বছরের হুমায়রার
  • ২১ জানুয়ারি ২০২৬
আজ প্রধান উপদেষ্টার হাতে নতুন বেতন কাঠামোর প্রতিবেদন দিবে প…
  • ২১ জানুয়ারি ২০২৬
গাজার ‘বোর্ড অব পিস’ এ পুতিনকে আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প
  • ২১ জানুয়ারি ২০২৬
ক্ষমতায় গেলে ২০ হাজার কিমি খাল খনন করা হবে: তারেক রহমান
  • ২১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9