ঢাকা কলেজে আটক ছাত্রলীগ নেতার ফোনে নাশকতা তথ্য, যুক্তরাষ্ট্রেও কথোপকথন

২৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৮ PM , আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১১:০২ PM
মাসুম বিল্লাহ

মাসুম বিল্লাহ © টিডিসি সম্পাদিত

নিষিদ্ধ সংগঠন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের এক নেতাকে আটক করে থানায় দিয়েছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার (২৩ সেপ্টম্বর) বিকাল ৪টার দিকে ঢাকা কলেজের মূল ফটক থেকে আটক করেন একদল শিক্ষার্থী। পরবর্তীতে তাকে নিউমার্কেট থানা পুলিশের কাছে সোপর্দ করে। এ সময় তার মোবাইল ফোনে নাশকতার নানা তথ্য ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতার সঙ্গে কথোপকথনের প্রমাণ পাওয়া গেছে।

আটককৃত ওই ছাত্রলীগ নেতার নাম মাসুম বিল্লাহ। তিনি ঢাকা কলেজের ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী। ২০২৪ সালের ২৪ এপ্রিল মাসে প্রকাশিত ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের উপ-সমাজসেবা বিষয়ক সম্পাদক পদে রয়েছেন মাসুম।

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থী ও শিক্ষকদের সূত্রমতে, আজ দুপুর ২টার দিকে ছাত্রলীগ নেতা মাসুম ঢাকা কলেজের ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগে অনার্সের সনদ তোলার নাম করে কলেজে এসেছিলেন। এরপর কলেজের মূল ফটকে দীর্ঘ সময় ধরে অবস্থান করছিলেন। এক পর্যায়ে তার সন্দেহজনক আচরণে একদল শিক্ষার্থী তাকে নিষিদ্ধ সংগঠনের সাথে সম্পৃক্ততার বিষয়ে জিজ্ঞেস করলে তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরবর্তীতে শিক্ষার্থীরা শিক্ষকদের সহায়তায় তাকে ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগে আটক করে রাখে। কিছু সময় পরে তাকে নিউমার্কেট থানা পুলিশের কাছে সোপার্দ করা হয়।

আরও পড়ুন: ১৫ দফা দাবি নিয়ে আন্দোলনের পর আইআইইউসিতে কমপ্লিট শাটডাউন ঘোষণা শিক্ষার্থীদের

এসময় ছাত্রলীগ নেতা মাসুমের মোবাইল থেকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জাহিদ হাসানের সাথে দীর্ঘ এক কথোপকথন পাওয়া যায়। সেখানে ঢাকার বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল ও সরকারবিরোধী কর্মকান্ডের তথ্য পাওয়া যায়। ছাত্রলীগের এক ডজন উচ্চ পযায়ের নেতার সাথে সমন্বয় করে সামাজিক যোগাযোগমাধ্যমে নিষিদ্ধ সংগঠনের প্রচার প্রচারণার কৌশল ও সরকারবিরোধী নেতিবাচক অবস্থান তৈরির বিভিন্ন কর্মসূচি দেখা যায়।

ছাত্রলীগ নেতা মাসুম বিল্লাহ বলেন, আমি সনদ নিতে কলেজে এসেছিলাম। এরপর আমাকে আটকে রাখে। ছাত্রলীগ থেকে আমাকে বহিষ্কার করেছিল। কিন্তু বহিষ্কারের প্রমাণ আমার কাছে নেই।

এ বিষয়ে নিউমার্কেট থানার অফিসার ইনচার্জ মাহফুজুর রহমান বলেন, তাকে আমরা আমাদের হেফাজতে রেখেছি। তাকে বৈষম্যবিরোধী বেশ কয়েকটি মামলায় গ্রেফতার করা হয়েছে। আগামীকাল সকালে তাকে আদালতে চালান দেওয়া হবে।

কল্পনাও করিনি গানটি এত সমাদৃত হবে— দাঁড়িপাল্লার গান নিয়ে যা…
  • ১৬ জানুয়ারি ২০২৬
ইউআইইউতে টেকসই উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • ১৬ জানুয়ারি ২০২৬
আইইউবিএটির ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • ১৬ জানুয়ারি ২০২৬
ঢাবি শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্…
  • ১৬ জানুয়ারি ২০২৬
ডিআইএমএফএফ ও ইনফিনিক্সের উদ্যোগে ‘প্রাউড বাংলাদেশ’ মোবাইল ফ…
  • ১৬ জানুয়ারি ২০২৬
বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা চট্টগ্…
  • ১৬ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9