বিসিএস পরীক্ষার্থীদের জন্য বাস সার্ভিস চালু করছে নজরুল বিশ্ববিদ্যালয়

১৮ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩০ PM
বাস

বাস © টিডিসি ফটো

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি) ৪৭তম বিসিএস পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা নিশ্চিত করতে বিশেষ বাস সার্ভিসের ব্যবস্থা করেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে আগামীকাল শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ময়মনসিংহ শহরের উদ্দেশে একাধিক বাস ছেড়ে যাবে। পরীক্ষা শেষে শিক্ষার্থীদের আবার ক্যাম্পাসে ফিরিয়ে আনা হবে।

বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক ড. আহমেদ শাকিল হাসমী জানিয়েছেন, শিক্ষার্থীদের চাহিদা অনুযায়ী একাধিক বাস পর্যায়ক্রমে ময়মনসিংহের টাউন হল পরীক্ষাকেন্দ্রের দিকে যাবে। শিক্ষার্থীরা চাইলে পথিমধ্যে নির্ধারিত যেকোনো পয়েন্ট থেকে বাসে উঠতে পারবেন।

তিনি আরও জানান, যেহেতু পরীক্ষার দিন শুক্রবার, তাই জুমার নামাজের সময় বাসগুলো নিকটবর্তী মসজিদে থামবে এবং নামাজ শেষে আবার গন্তব্যে যাত্রা করবে।

আরও পড়ুন: শিক্ষকরা নতুন কাঠামোর বিরোধিতা করায় ক্ষোভ, আন্দোলনে সাত কলেজ শিক্ষার্থীরা

ড. হাসমী বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন সবসময় শিক্ষার্থীদের পাশে থাকতে চায়। এর আগেও বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা ও সংগঠনের উদ্যোগে পরিবহন সুবিধা দেওয়া হয়েছে। এবারও কয়েকটি সংগঠনের অনুরোধে বাস সার্ভিস চালু করা হয়েছে।’

বিশ্ববিদ্যালয়ের এই উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছেন শিক্ষার্থীরা। তাদের মতে, ময়মনসিংহে যাতায়াতে নিরাপদ ও নিরবচ্ছিন্ন পরিবহন সেবা পাওয়ায় তারা পরীক্ষা নিয়ে আরও মনোযোগী হতে পারবেন।

অসামাজিক কার্যকলাপের অভিযোগে গেস্ট হাউজ থেকে তিন নারীসহ ছয়জ…
  • ০৮ জানুয়ারি ২০২৬
জোটে নয়, এখন পর্যন্ত এককভাবেই নির্বাচনী কার্যক্রম চলছে: গণঅ…
  • ০৮ জানুয়ারি ২০২৬
আউটলেট ক্যাশিয়ার নিয়োগ দেবে জেন্টল পার্ক, পদ ২০, আবেদন অভিজ…
  • ০৮ জানুয়ারি ২০২৬
চবির ডি-১ উপ-ইউনিটের ফল প্রকাশ, দেখুন এখানে
  • ০৮ জানুয়ারি ২০২৬
এলপি গ্যাস আমদানিতে ভ্যাট কমাল সরকার
  • ০৮ জানুয়ারি ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ‘ডি’ ইউনিটে ৬৬ শতাংশই ফেল
  • ০৮ জানুয়ারি ২০২৬