চবির সাতকানিয়া-লোহাগাড়া স্টুডেন্টস ফোরামের নবীন বরণ
- চবি প্রতিনিধি
- প্রকাশ: ২৬ এপ্রিল ২০১৯, ০৬:৫০ PM , আপডেট: ২৬ এপ্রিল ২০১৯, ০৬:৫০ PM
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) সাতকানিয়া-লোহাগাড়া থেকে আগত ২০১৮-১৯ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে সংগঠনটি। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার মিলনায়তনে এই নবীন বরণ অনুষ্ঠিত হয়।
সংগঠনের সাধারণ সম্পাদক রাশেদ সিকদারের সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি শ্রী শিমুল বিশ্বাস। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। এছাড়া বিশেষ অতিথি হিসেবে ছিলেন সাতকানিয়ার কৃতি সন্তান এবং চবির লোক প্রশাসন বিভাগের সভাপতি অধ্যাপক ড. আমীর মো. নসরুল্লাহ।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য নবীন শিক্ষার্থীদের চবি ক্যাম্পাসে স্বাগত জানিয়ে বলেন, সাতকানিয়া লোহাগাড়ার মানুষ ব্যবসায়ে যেমন সমৃদ্ধ তেমনি শিক্ষা দীক্ষাতেও এগিয়ে। চট্টগ্রাম তথা বাংলাদেশের অর্থনীতির চাকা আজ সমৃদ্ধ হওয়ার পেছনে এই এলাকার মানুষের অবদান অসামান্য। তোমরা এখন বাংলাদেশের শীর্ষ একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তোমরাই আগামীদিনের ভবিষ্যৎ। আমি চাইবো তোমরা অতীতের মত বর্তমানেও ভ্রাতৃত্ববোধটা ধরে রাখবে। এসময় তিনি নবীন শিক্ষার্থীদের এবং ফোরামের সার্বিক সফলতা কামনা করেন।
বিশেষ অতিথির বক্তব্যে আমীর মো. নসরুল্লাহ বলেন, পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেই দায়িত্ব শেষ হয়ে যায়না। পরিবার, সমাজ ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কাজ করার মন মানসিকতা তৈরি করতে হবে এখান থেকেই। তবে সেটা অবশ্যই নিজের মূল্যবোধ ও নৈতিকতা অর্জনের মাধ্যমে। নিজেদের এমনভাবে গঠন করতে হবে, যেন তোমরা দেশের ও দশের দৃষ্টান্ত হতে পারো।
নবীন বরণ অনুষ্ঠানে মোটিভেশনাল স্পীকার হিসেবে বক্তব্য রাখেন আইন বিভাগের সহকারী অধ্যাপক সাঈদ আহসান খালিদ এবং ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক এস এম আবু জাহেদ চৌধুরী।
এছাড়া অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, ফোরামের সাবেক সভাপতি ও চাঁন্দগাও বাকলিয়া এলাকার শিক্ষা অফিসার আবু তোরাব মো. সায়েম, রেক্স টিউটোরিয়াল হোমের পরিচালক ও ফোরামের সাবেক সাধারণ সম্পাদক রাজেশ্বর চৌধুরী ও ফোরামের সাবেক আহবায়ক মো. খোরশেদ নিজামী।