ছাত্রী হেনস্তাকারী কর্মীকে শুভকামনা জানালেন বেরোবি ছাত্রদল নেতাকর্মীরা

১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৩৪ PM , আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৪২ PM
বেরোবি ছাত্রদলের আহ্বায়ক আল আমিন, কর্মী রিফাত রাফি, মাইদুল ও মো. ইয়ামিন এবং ইনসেটে অভিযুক্ত ছাত্রদল কর্মী স্মরণ

বেরোবি ছাত্রদলের আহ্বায়ক আল আমিন, কর্মী রিফাত রাফি, মাইদুল ও মো. ইয়ামিন এবং ইনসেটে অভিযুক্ত ছাত্রদল কর্মী স্মরণ © টিডিসি সম্পাদিত

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী ও ছাত্রদলকর্মী সানজিদ সরকার (স্মরণ) সহ আরও ছয় জনের বিরুদ্ধে একই বিভাগের নারী শিক্ষার্থীকে মানসিক হয়রানি ও র‌্যাগিংয়ের অভিযোগ উঠেছে। এ নিয়ে সংবাদ প্রকাশের পর বেরোবি ছাত্রদলের একাংশের যোগসাজশে ছাত্রদল কর্মী স্মরণের নেতৃত্বে বেরোবিসাসের সভাপতি সাংবাদিক আনোয়ার হোসেনকে হেনস্তা করা হয়। ঘটনার পর ছাত্রদল কর্মীকে শুভ কামনা জানায় বেরোবি শাখা ছাত্রদলের আহ্বায়কসহ একাধিক নেতা-কর্মী। 

মঙ্গলবার ১৬ জুলাই) রাতে ছাত্রী হেনস্তাকারী ছাত্রদল কর্মী স্মরণের পক্ষ নিয়ে বেরোবি ছাত্রদলের আহ্বায়ক আল আমিনসহ কয়েকজন নেতাকর্মী স্মরণকে শুভকামনা জানিয়ে ফেসবুকে পোস্ট করেন। এছাড়া ছাত্রদলের আহবায়ক আল আমিন সাংবাদিক হেনস্তার ঘটনায় উপস্থিত সাংবাদিক এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টাকে কটাক্ষ করে কথা বলেন।

ফেসবুক পোস্টে অভিযোগক্ত ছাত্রদল কর্মী স্মরণকে শুভকামনা জানিয়ে বেরোবি ছাত্রদলের আহ্বায়ক আল আমিন লেখেন, ‘স্মরণ শুধু ছাত্রদলের একজন কর্মী নয়, অন্যায়ের বিরুদ্ধে এক প্রতিবাদী কন্ঠস্বর। শিক্ষার্থীদের জন্য লড়াই করে অল্প সময়ে সে ব্যাচের বন্ধুমহল এবং জুনিয়রদের মধ্যে তার স্থান করে নিয়েছে। জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে যারা অসত্য ও অপপ্রচার করছে তারা ব্যর্থ হবে ভালোবাসা বিজয়ী হবে। কোনো ষড়যন্ত্রই তোমাকে থামাতে পারবেনা স্মরণ। শুভকামনা নিরন্তর তোমার জন্য।’

আরও পড়ুন: ডিপ্লোমা প্রকৌশলীদের দাবি যাচাইয়ে ছয় সদস্যের কমিটি গঠন

এদিকে বেরোবি ছাত্রদলের আহ্বায়ক আল আমিনের ফেসবুক পোস্টের পর স্মরণকে শুভকামনা জানিয়ে একই পোস্ট করেছেন আগামী কমিটিতে পদ প্রত্যাশী বেরোবি ছাত্রদল কর্মী রিফাত রাফি, মাইদুল ও মো. ইয়ামিন। 

এছাড়া বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের অফিসিয়াল ফেইসবুকে পেজে এক বিবৃতিতেও স্মরনের পক্ষ নেন শাখা ছাত্রদল। বিবৃতিতে স্বাক্ষর করেন শাখা ছাত্রদলের আহবায়ক আল আমিন ও সদস্য সচিব রাশেদ মন্ডল।

লিখিত অভিযোগপত্রে ভুক্তভোগী ওই নারী শিক্ষার্থী স্মরণসহ আরও কয়েকজনের নাম উল্লেখ করে  বলেন, ‘লোকপ্রশাসন বিভাগের ১৬ ব্যাচের সিনিয়র গত ২৪ থেকে ২৬ আগস্ট মিথ্যা কথা বলে ক্লাস না থাকা সত্ত্বেও ক্লাস আছে বলে ডেকে এনে ক্লাসের সিআর সহ আরো অনেকে সবার সামনে প্রকাশ্যে আমার ব্যক্তিগত বিষয় নিয়ে অশালীনভাবে আমাকে অপমান করে। এসময় আমাকে আমার বক্তব্য দেওয়ার কোনো সুযোগ দেওয়া হয়নি।’

অভিযোগে তিনি আরো বলেন, শুধু তাই নয় এই ঘটনার পর আমাকে বিশ্ববিদ্যালয়ের মাঠে প্রায় দুই ঘন্টা আটকে রাখা হয় এবং আমার ফোন কেড়ে নেওয়া হয়। আমার অভিভাবকরা আমাকে বারবার ফোন করেও পায়নি। এই ঘটনার সঙ্গে জড়িতরা আমাকে সরাসরি হুমকি দেয় যে, আমি যেন প্রক্টর অথবা অন্যকোন শেল্টার থাকলে নিয়ে যাই। তারা আমাকে আরও হুমকি দেয়, প্রক্টরের টেবিল চাপড়িয়ে কথা বলে। এমনকি সেখানে তারা শিক্ষকদের নিয়ে বাজে মন্তব্য করে।

আরও পড়ুন: ঐতিহ্যের দাপট হারিয়ে ধুঁকছে ‘বাম ছাত্র রাজনীতি’

এমন পরিস্থিতিতে ভুক্তভোগী শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন। তিনি তার মানসিক সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করার অনুরোধ জানান। অন্যথায় তিনি আর ক্যাম্পাসে থাকা সম্ভব হবে না এবং বাধ্য হয়ে ক্যাম্পাস ছাড়তে বাধ্য হবেন বলেও অভিযোগ পত্রে উল্লেখ করেন।

নারী শিক্ষার্থী হেনস্তার বিষয়ে লোক প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান মো. মুজাহিদুল ইসলাম বলেন, ‘আমরা একটা অভিযোগ পত্র পেয়েছি। সেখনে ১৭ ব্যাচের এক মেয়ে ১৬ ব্যাচের কয়েকজনের নামে অভিযোগ করেছে। এছাড়াও পরবর্তীতে ১৬ব্যাচের সকলে ওই মেয়ের বিরুদ্ধে অভিযোগ করেছে।আমরা বিষয় টি রেজিস্ট্রারের মাধ্যমে শৃঙ্খলা বোর্ডে পাঠাবো সুষ্ঠু তদন্তের জন্য। তদন্তের মাধ্যমে অভিযোগ প্রমাণিত হলে যথাযথ ব্যবস্থা নেওয়া  হবে।’

এছাড়া সাংবাদিক হেনস্তার বিষয়ে তিনি বলেন, ‘এটি অত্যন্ত নিন্দনীয় ঘটনা। লিখিত অভিযোগ পেলে এবং অভিযোগ প্রমাণিত হলে আমরা যথাযথ ব্যবস্থা নেব।’

নারী শিক্ষার্থীকে হেনস্তার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো শওকত আলী বলেন, ‘আমরা এটা নিয়ে তদন্ত করব। অভিযুক্ত প্রমাণিত হলে তাকে আমরা এক সেমিস্টার হলেও বহিষ্কার করব।’

ভিন্ন ধর্মের প্রেম মেনে নেয়নি পরিবার, প্রেমিক-প্রেমিকার আত্…
  • ১৫ জানুয়ারি ২০২৬
পাবলিক বিশ্ববিদ্যালয়ের দাবি উপেক্ষিত, জাতীয় বেতন কমিশন থেকে…
  • ১৫ জানুয়ারি ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
  • ১৫ জানুয়ারি ২০২৬
এমপিওভুক্ত কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষের শূন্যপদের তালিকা পা…
  • ১৫ জানুয়ারি ২০২৬
ইসলামী আন্দোলন নিয়ে অনাকাঙ্ক্ষিত মন্তব্য না করার আহবান জামা…
  • ১৫ জানুয়ারি ২০২৬
সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে আকিজ ফুড, কর্মস্থল ঢাকা
  • ১৫ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9