এবার ডাকসুর ভোট চাইতে ঢাবি শিক্ষার্থীর নানির বাড়িতে বেরোবি ছাত্রদলের আহ্বায়ক

০৭ সেপ্টেম্বর ২০২৫, ০২:১১ AM , আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩৪ AM
আল আমিন এবং ছাত্রদল ও বেরোবির লোগো

আল আমিন এবং ছাত্রদল ও বেরোবির লোগো © টিডিসি সম্পাদিত

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ছাত্রদলের আহ্বায়ক ও রংপুর জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা আল-আমিনের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভোট চাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এতে দেখা যায়, তিনি নেতা-কর্মীর সঙ্গে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোয়ার নামের এক শিক্ষার্থীর নানির বাড়িতে গিয়ে ভোট প্রার্থনা করছেন।

শনিবার (৬ সেপ্টেম্বর) রাতেই নিজের ফেসবুক একাউন্টে ওই ভিডিও পোস্ট করতেই মুহুর্তের মধ্যে তা ভাইরাল হয়ে যায়। পরে খুলনায় একই কারণে একজন ছাত্রদল নেতা বহিষ্কার হওয়ায়, আল-আমিন দ্রুত ভিডিওটি ফেসবুক থেকে ডিলিট করে দেন। ভিডিও ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ছাত্রদলের আহ্বায়ক ও রংপুর জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা আল-আমিন তার নেতা কর্মীদের নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোয়ার নামের একজন শিক্ষার্থীর নানির বাড়ি ভোট চাওয়ার জন্য গিয়েছেন।

সেখানে পৌঁছে ওই শিক্ষার্থীকে ফোন করে বেরোবি ছাত্রদল নেতা আল-আমিন তার নানির সাথে কথা বলার জন্য অনুরোধ করেন। এ সময় তার নানি মনোয়ার নামের ঢাবির ঐ শিক্ষার্থীকে বলছেন, ‌‌‘ও ভাই, ওটি বলে ভোট হবি, তোমার মাস্টার আইছে, কাক দিবার কয়, তাকে এলা ভোটটা দাও।’

আল-আমিন আবার ফোনটা তার হাতে নিয়ে ওই শিক্ষার্থীকে বলেন ‘মনোয়ার, তোমাকে তো বেশি কিছু বলতে হবে না, আমাদের প্যানেলের দিকে দেখবা তুমি।’ এরপর আল-আমিন ওই শিক্ষার্থীর মামার সাথেও কথা বলতে বলেন।

ফোন নিয়ে তার মামা বলেন, ‘শোনো, বাংলা কথা, বিএনপির প্যানেল যেটা, হামরাও বিএনপি করি, হামারই ভোট যদি অন্য দিকে যায় তাহলে মান ইজ্জতের ব্যাপার আছে, হামারই দল ঠকলেও একটা মান ইজ্জতের ব্যাপার আছে। আবিদুর প্যানেলে ভোট দিবা।’ এ সময় আলআমিন ফোন হাতে নিয়ে আবার বলেন, ‘মনোয়ার, তোমার বন্ধু বান্ধব যারা আছে ব্যাচমেটদের সবাইকে একটু দেখিও।’

এ বিষয় জানতে যোগাযোগ করা হলে বেরোবি শাখা ছাত্রদলের আহ্বায়ক আল-আমিন বলেন, ‘এটা মূলত ১২/১৩ দিন আগের ঘটনা। আমি অনেক আগে থেকেই কোচিং চালাই যে শিক্ষার্থীর কথা বলা হয়েছে সে আমার কোচিংয়ের ছাত্র। সে আমাদের আত্মীয়। তার মামা বিএনপির নেতা। আমরা ঘুরতে গিয়েছিলাম, তখন তার মামা তাদের বাসায় ডেকে নিয়ে যায়, কথাবার্তার এক পর্যায়ে তার মামা তাকে ফোন দিতে বলে। সেখানে সৌহার্দপূর্ণ কথা হয়, দেখবেন আনন্দঘন একটা মুহুর্ত। সে সময় তার নানি, মামা ও আমি কথা বলি। এটা নিয়ে নোংরামি হচ্ছে। আমার মনে হয় এটা শিবিরের একটা অপকৌশল। এটা উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভোট চাওয়া বা এমন কিছু নাহ।’

‘আজকের এই ঐক্য দেখলে আমি শিওর হাদি অনেক খুশি হতো’
  • ১৬ জানুয়ারি ২০২৬
ডা. মাহমুদা মিতুর মতো নেতৃত্বের জন্য এনসিপি গর্বিত: নাহিদ
  • ১৬ জানুয়ারি ২০২৬
বয়কট প্রত্যাহার, মাঠে ফিরছেন ক্রিকেটাররা
  • ১৬ জানুয়ারি ২০২৬
বিইউপি ভর্তি পরীক্ষার ফল ঘোষণার তারিখ জানাল কর্তৃপক্ষ
  • ১৬ জানুয়ারি ২০২৬
দলীয় প্রার্থীর বিরুদ্ধে মন্তব্য, বিএনপির আহ্বায়ককে শোকজ
  • ১৬ জানুয়ারি ২০২৬
হাদি হত্যার বিচার দাবিতে নতুন কর্মসূচি ইনকিলাব মঞ্চের
  • ১৬ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9