আবিদের স্লোগান ব্যঙ্গ, শিবির কর্মীর শাস্তির দাবি ইবি ছাত্রদলের

ইবি ও ছাত্রদল লোগো
ইবি ও ছাত্রদল লোগো  © টিডিসি সম্পাদিত

চব্বিশের জুলাই অভ্যুত্থানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা ও ডাকসু ভিপি পদপ্রার্থী আবিদুল ইসলাম খানের ‘প্লিজ কেউ কাউকে ছেড়ে যায়েন না’ স্লোগানক ব্যঙ্গ করে শিবির কর্মীদের ভিডিও প্রচারের সাথে জড়িতদের শাস্তি দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা।

শনিবার (১৩ সেপ্টেম্বর) ইবি ছাত্রদলের আহবায়ক সাহেদ আহম্মেদ ও সদস্য সচিব মাসুদ রুমী মিথুনের পক্ষে প্রক্টর ও ছাত্র উপদেষ্টা বরাবর এই লিখিত অভিযোগ দেন আহবায়ক কমিটির সদস্য রাফিজ আহমেদ। 

আবেগঘণ স্লোগানকে উদ্দেশ্যমূলকভাবে কটাক্ষ করায় প্রকৌশল অনুষদের শিবির কর্মী ওমর ফারুক (ইইই, ২০২০-২১), শাহ আজিজুর রহমান হলের শিবির নেতা নাহিদ হাসান (আল কুরআন ২০২০-২১), নাইমুর রহমান (অর্থনীতি, ২০২১-২২), সোহান (সোস্যাল ওয়েলফেয়ার ১৭-১৮), রোকনুজ্জামান রোকন (মার্কেটিং ১৯-২০) মোজাম্মেল (দাওয়াহ ২১-২২), আবদুল্লাহ নূর মিনহাজ (আল হাদিস ২০-২১) ও নাহিদ হাসানকে (আল কুরআন ২১-২২) শাস্তির আওতায় আনার দাবি জানান ইবি ছাত্রদল।

সংগঠনটির অভিযোগ, উক্ত ভিডিও সারাদেশের জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্র-জনতা এবং আন্দোলন সংশ্লিষ্ট সকলের অনুভূতিকে আঘাত করেছে এবং এ ধরণের কর্মকাণ্ডের মাধ্যমে জুলাই আন্দোলনের চেতনাকে কলঙ্কিত করার অপপ্রচার চালানো হচ্ছে। এহেন কর্মকাণ্ড শুধুমাত্র জুলাই আন্দোলনই নয়, এমনকি ইসলামী বিশ্ববিদ্যালয়ের সুনামকে ধ্বংস করার ষড়যন্ত্র এবং শিক্ষাঙ্গন এর পরিবেশকে অস্থিতিশীল করার প্রচেষ্টা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষাঙ্গনকে স্থিতিশীল ও নিরাপদ রাখার স্বার্থে এ ঘটনায় জড়িত সকলের বিরুদ্ধে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানায় ছাত্রদল।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence