© টিডিসি ফটো
দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস” ল্যাবে প্রায় ১০ লক্ষ টাকা ব্যায়ে “কমপ্রেশন স্টেন্থ কনট্রোল টেস্টিং পাওয়ার মেশিন নিয়ে আসা হয়েছে ।
আজ বুধবার বিকাল ৫টায় সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের “ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস ল্যবরেটরিতে” সরেজমিনে উপস্থিত হয়ে সদ্য স্থাপনকৃত `কমপ্রেশন টেস্টিং’ মেশিনের গুনাগুণ ও কার্যকারিতা পর্যবেক্ষণ করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মু. আবুল কাসেম ।এসময় তার সাথে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. বিধান চন্দ্র হালদার,রেজিস্ট্রার প্রফেসর ডা. মো.ফজলুল হক,পরিকল্পনা ও কাজ উন্নয়ন শাখার পরিচালক প্রফেসর ড. মো. মোস্তাফিজুর রহমান ,হিসাব শাখার পরিচালক প্রফেসর ড. মো. শাহাদৎ হোসেন খান লিখন, প্রক্টর প্রফেসর ড. মো. খালেদ হোসেন ও সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক মো. বেলাল হোসেন সহ বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ ।
মেশিনের কার্যকারিতা পর্যবেক্ষণের পর ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মু. আবুল কাসেম বলেন,আমার কাছে মনে হচ্ছে এটা অনেক কাজের একটা মেশিন। বর্তমান সময়ে বিল্ডিং নির্মাণে সিমেন্টসহ অন্যান্য উপাদানের গুনাগুণ সঠিকভাবে পরীক্ষণ না করার কারনে যেভাবে বিল্ডিং ধসে দুর্ঘটনা ঘটছে তা অত্যান্ত উদ্বেগজনক। আমি মনে করি এই মেশিনের মাধ্যমে পরীক্ষণের পর তা নির্মাণে ব্যবহার করা হলে বিল্ডিং ধসে পড়ার ঝুকি অনেক কমে আসবে ও হতাহতের পরিমাণ কমবে।আশা করি,এর মাধ্যমে বিশ্ববিদ্যালয় ও পার্শ্ববর্তী মানুষ জন উপকৃত হবে। আমি এর উত্তরোত্তর সফলতা কামনা করছি ।
.jpg)
সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান মো. বেলাল হোসেন জানান,ইতালি থেকে আনা কন্ট্রোলস ব্রান্ডের উচ্চক্ষমতা সম্পন্ন এই মেশিনটি দিয়ে নির্মানকাজে ব্যবহৃত কনক্রিটের সিলিন্ডার ও কিউব স্ট্রেন্থ টেস্ট, ইটের কম্প্রেসিভ স্ট্রেন্থ টেস্ট, সিমেন্টের মর্টার স্ট্রেন্থ টেস্টসহ বিভিন্ন বিল্ডিং ম্যাটেরিয়ালস-এর কম্প্রেসিভ স্টেন্থ নির্ভুলভাবে নির্ণয় করা সম্ভব।
বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের গবেষণার পাশাপাশি বিশ্ববিদ্যালয়সহ পার্শবর্তী জেলাসমুহের বিভিন্ন ভবন নির্মান কাজের সংশ্লিষ্ট্য ম্যাটেরিয়ালস টেস্টিং কার্যক্রমে এই নতুন সংযোজিত মেশিনটি গুরুত্বপূর্ন ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন ।
নতুন এই মেশিন পর্যবেক্ষণের পর ভাইস চ্যান্সেলর মেয়েদের জন্য নতুন হলের নির্মাণের স্থান পরিদর্শনে যান। সেখানে তিনি বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের অনুভূমিক সম্প্রসারণের কাজ, শিশুপার্কের উন্নয়ন কাজ ও টিএসসি সংলগ্ন বোটানিক্যাল গার্ডেনকে নতুন ভাবে ঢেলে সাজানো হবে বলেও জানান।