কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন ৭ ডিসেম্বর
- কুবি প্রতিনিধি
- প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৪ PM , আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০১:৩৫ PM
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২য় সমাবর্তন আগামী ৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। বিষয়টি দ্য ডেইলি ক্যাম্পাসের বিশ্ববিদ্যালয় প্রতিনিধিকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হায়দার আলী ।
জানা যায়, রাষ্ট্রপতি ও আচার্য সাহাবুদ্দিন চুপ্পু’র প্রতিনিধিত্ব করবেন সড়ক জনপথ ও বিদ্যুৎ জ্বালানি মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হায়দার আলী বলেন, আগামী ৭ ডিসেম্বর কুবিতে সমাবর্তন অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি ও আচার্য সাহাবুদ্দিন চুপ্পু’র প্রতিনিধিত্ব করবেন সড়ক জনপথ ও বিদ্যুৎ জ্বালানি মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।’
পরিক্ষা নিয়ন্ত্রক ম. নুরুল করিম চৌধুরী বলেন, ‘প্রথম সমাবর্তনে আমরা ১৩-১৪ সেশনের শিক্ষার্থীদেরকে রাখতে পেরেছিলাম। এখন আমরা ১৯-২০ সেশন পর্যন্ত রাখার চেষ্টা করতেছি। তবে ফার্মেসী বিভাগের ১৯-২০ সেশনকে রাখা যাচ্ছে না কারণ তাদের ৫ বছরে স্নাতক শেষ হয়।’
প্রসঙ্গত, এর আগে ২০২০ সালে কুবিতে প্রথমবারের মতো সমাবর্তন অনুষ্ঠিত হয়।