চবির সাবেক শিক্ষার্থীদের পুনর্মিলনী নভেম্বরে

  © ফাইল ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সাবেক শিক্ষার্থীদের পুনর্মিলনী ১৮ নভেম্বর অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়শেনের গুরুত্বপূর্ণ সভা শেষে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এর আগে ২০১৬ সালে একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী ও প্রথম পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছিল।

শুক্রবার নগরীর বাদশা মিয়া রোডে বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইন্সটিটিউটে সংগঠনের কার্যালয় উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠান শেষে কার্যালয়ে অনুষ্ঠিত সংগঠনের কার্যনির্বাহী কমিটির বৈঠকে গঠনতন্ত্রের খসড়া ও লোগোর অনুমোদনও করা হয়েছে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়শেনের ওয়েব সাইট www.cuaa.cu.ac.bd উদ্বোধন করেন সংগঠনের সভাপতি ও সাবেক মুখ্য সচিব আব্দুল করিম।

বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৩ এপ্রিল থেকে সারা দেশে চবির প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে সদস্য ফরম বিতরণের জন্য সাবেক চাকসু ভিপি নাজিম উদ্দিনকে আহবায়ক ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি মুহাম্মদ শাহজাহানকে সদস্য সচিব করে ৫১ সদস্য বিশিষ্ট একটি কমিটির অনুমোদন করা হয়েছে।

অ্যালামনাই অ্যাসোসিয়শেনের সভাপতি আব্দুল করিমের সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক এবং চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলমের সঞ্চলনায় সভায় বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী সাবেক চাকসু ভিপি মাজাহারুল হক শাহ, প্রধানমন্ত্রীর সাবেক প্রটোকল অফিসার আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম, ফেরদাউস বশীর ও ড. এবিএম আবু নোমান প্রমুখ।


সর্বশেষ সংবাদ