যৌন নিপীড়নের বিরুদ্ধে চবি শিক্ষক সমিতির মানববন্ধন
- চবি প্রতিনিধি
- প্রকাশ: ১৫ এপ্রিল ২০১৯, ০৮:০০ PM , আপডেট: ১৫ এপ্রিল ২০১৯, ০৮:০০ PM
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শিক্ষক সমিতির উদ্যোগে সোমবার বিকেল চারটায় চট্টগ্রাম প্রেস ক্লাবের সম্মুখে যৌন নিপীড়নের বিরুদ্ধে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এসময় যৌন নিপীড়নের ঘটনা বৃদ্ধির ব্যাপারে শিক্ষকসমাজ গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।
বিশেষ করে ফেনীর সোনাগাজী মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফিকে যৌন নিপীড়ন পরবর্তীতে আগুনে পুড়িয়ে হত্যা এবং যৌন নিপীড়নের হাত থেকে বাঁচতে চবির অর্থনীতি বিভাগের ছাত্রী বর্ষা চৌধুরীর বাস থেকে ঝাঁপিয়ে পড়ে আত্মরক্ষার ঘটনায় মানববন্ধনে উপস্থিত শিক্ষকবৃন্দ এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
এসময় বক্তারা মানববন্ধন থেকে অপরাধীদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমুলক শাস্তি দাবী জানানোর পাশাপাশি প্রধানমন্ত্রীর যৌন নিপীড়ন বিরোধী উদ্যোগের সাথে একাত্মতা প্রকাশ করেন।
শিক্ষকবৃন্দ বলেন, কেবলমাত্র বিচারের মাধ্যমে যৌন নিপীড়নের মত অপরাধ নির্মূল সম্ভব নয়। বরং যৌন নিপীড়নের বিরুদ্ধে সমগ্র দেশব্যাপী একটি সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। এমনকি নিপীড়কদের কোন প্রকার আইনগত সহায়তা না দেয়ার জন্য আইনজীবীদের প্রতি আহ্বান জানান বক্তারা।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মো. জাকির হোসেন ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. অঞ্জন কুমার চৌধুরীর সঞ্চালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী, বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, শিক্ষক সমিতির সভাপতি এবং বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ।