ববিতে বিজয় ভোজের রেজিস্ট্রেশন ৫০ টাকা, অসন্তোষ শিক্ষার্থীদের

বরিশাল বিশ্ববিদ্যালয়
বরিশাল বিশ্ববিদ্যালয়  © ফাইল ফটো

জুলাই বিপ্লবের এক বছর পূর্তি উপলক্ষ্যে বিজয় ভোজের আয়োজন করছে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি)। এ খাবার পেতে হলে নিজ বিভাগে ৫০ টাকা দিয়ে রেজিস্ট্রেশন করলে মিলবে ১৫০ টাকার খাবার। তবে প্রশাসনের এমন নোটিশে অসন্তোষ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। খরচের প্রতিটি ধাপে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার দাবিও জানিয়েছেন তারা।

তাদের অভিযোগ, রেজিস্ট্রেশন ফি বাবদ ৫০ টাকা তাদের কাছে যেমন বেশি, তেমনি মাথাপিছু ১৫০ টাকা বাজেটও অপ্রতুল। তাদের দাবি, বর্তমান বাজারে ১৫০ টাকায় মানসম্মত খাবার পাওয়া প্রায় অসম্ভব। সাধারণত বিশ্ববিদ্যালয়ের জাতীয় দিবসগুলোতে কমপক্ষে ২২০ টাকা বাজেট রাখা হয়। সে তুলনায় ৫ আগস্টের মতো একটি বিশেষ দিনে জনপ্রতি ১৫০ টাকা বাজেট তাদের জন্য পর্যাপ্ত নয়।

শিক্ষার্থীরা বলছেন, যে শিক্ষার্থী প্রতিনিধিরা বিজয় ভোজের কমিটিতে আছেন, তারা বিষয়টি নিয়ে শিক্ষকদের সঙ্গে আলোচনা করতে আগ্রহ দেখাচ্ছেন না। লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান বলেন, ‘বিশ্ববিদ্যালয় আমাদের প্রতিদিন খাওয়ায় না। বছরের এই বিশেষ দিনেও যদি সম্মানজনকভাবে আপ্যায়নের ব্যবস্থা না থাকে, তাহলে এ আয়োজন অর্থহীন। শিক্ষার্থীদের প্রতি এটি এক ধরনের অবহেলা। অনেকের দৈনিক বাজেটই ৫০-৬০ টাকার নিচে। তাদের কাছে ৫০ টাকা দিয়ে এ ভোজে অংশ নেওয়া কঠিন।’

আরও পড়ুন: গুচ্ছের ১৯ বিশ্ববিদ্যালয়ের আসন ফাঁকা থাকলে পূরণ কীভাবে, জানাল ভর্তি কমিটি

আইন বিভাগের শিক্ষার্থী কাজী গালিব বলেন, ‘আমরা মনে করি, বিজয় ভোজ একটি গৌরবময় আয়োজন, যা আমাদের জাতীয় ইতিহাস ও সংগ্রামের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে পারে। কিন্তু দুঃখের সঙ্গে লক্ষ্য করছি, এ আয়োজনের ব্যয়ভার অনেকটাই শিক্ষার্থীদের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে, যা বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় গ্রহণযোগ্য নয়। তাই আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহবান জানাচ্ছি, এ আয়োজনের জন্য শিক্ষার্থীদের ওপর ধার্য খরচ কমানো হোক এবং প্রশাসনের নিজস্ব বাজেট থেকে যথাযথ অর্থ বরাদ্দ দেওয়া হোক।’

এ বিষয়ে আয়োজক কমিটির অন্যতম সদস্য ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রাহাত হোসেন ফয়সাল বলেন, ‘বিষয়টি নিয়ে ইতিমধ্যে উপাচার্য স্যারের সঙ্গে আলোচনা করেছি। যেহেতু আমাদের বাজেট কম, ইউজিসি থেকে তেমন বাজেট নেই, সেহেতু বিষয়চি আমদের জন্যও চিন্তার। তবে উপাচার্য স্যারের সাথে যেহেতু আলোচনা হয়েছে, সেহেতু ভালো কিছু আশা করা যায়।’


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence