জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষ ভর্তির দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের লোগো
জাতীয় বিশ্ববিদ্যালয়ের লোগো  © টিডিসি সম্পাদিত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি কার্যক্রমের দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুর ২টার পর থেকে ওয়েবসাইটে তালিকা দেখা যাচ্ছে। একই সঙ্গে প্রথম মেধা তালিকায় ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের বিষয় পরিবর্তনের ফলাফলও প্রকাশ করা হয়েছে।

ড. আশেক কবির বলেন, ‘যারা প্রথম মেধা তালিকায় স্থান পাননি, তারা দ্বিতীয় মেধা তালিকায় সুযোগ পেয়েছেন। তবে কতটি আসন ফাঁকা রয়েছে এ বিষয়ে তিনি বলেন, ‘এ মুহূর্তে নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। বিষয়টি নিয়ে কাজ চলছে। কাজ শেষ হলে বিস্তারিত জানানো হবে।’

এর আগে, প্রথম মেধা তালিকায় ২ লাখ ৬৫ হাজার ৩৬৪ জন শিক্ষার্থী স্থান পেয়েছেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, চলতি শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৪ লাখ ৬০ হাজার ৭০৬ জন।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সর্বশেষ বার্ষিক প্রতিবেদনের তথ্যমতে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বর্তমানে ৮৮১টি কলেজে স্নাতক (সম্মান) কোর্স চালু রয়েছে। এর মধ্যে সরকারি কলেজ ২৬৪টি এবং বেসরকারি কলেজ ৬১৭টি।

২০২২-২৩ শিক্ষাবর্ষে ভর্তিযোগ্য আসন ছিল ৪ লাখ ৩৬ হাজার ২৮৫টি, এবং ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ডিগ্রি (পাস) কোর্সে আসন ছিল ৪ লাখ ২১ হাজার ৯৯০টি। দেশের ১ হাজার ৯৬৯টি কলেজে ডিগ্রি কোর্সে পাঠদান করা হয়।

প্রত্যেক বিষয়ে সর্বোচ্চ ৮টি আসন কোটার জন্য সংরক্ষিত রয়েছে। এর মধ্যে রয়েছে বীর মুক্তিযোদ্ধার সন্তান কোটা তিনটি, আদিবাসী একটি, প্রতিবন্ধী একটি এবং পোষ্য কোটা তিনটি।

প্রসঙ্গত, গত ৩১ মে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন ৫ লাখ ৬০ হাজার ৫৯৫ জন শিক্ষার্থী। উত্তীর্ণ হন ৪ লাখ ৬০ হাজার ৭০৬ জন। পাসের হার ৮২ শতাংশের কাছাকাছি। উত্তীর্ণদের মধ্যে ৩৩.২৮ শতাংশ শিক্ষার্থী পেয়েছেন ৫০-এর বেশি নম্বর এবং ৬৬.৭২ শতাংশ পেয়েছেন ৫০-এর নিচে।

ফলাফল দেখা যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ওয়েবসাইটে:  http://app55.nu.edu.bd/nu-web/admissionTestResultQueryForm


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence