২০২২ সালের প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষা শুরু ১৯ আগস্ট
- আরফান আলী
- প্রকাশ: ১৬ জুলাই ২০২৫, ০৭:৫২ PM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ০৪:২৭ PM
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২২ সালের প্রিলিমিনারি টু মাস্টার্স (নিয়মিত, অনিয়মিত ও মান উন্নয়ন) পরীক্ষার সময়সূচী প্রকাশ করা হয়েছে। আগামী ১৯ আগস্ট থেকে এ পরীক্ষা শুরু হবে।
বুধবার (১৬ জুলাই) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক এনামুল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে, ২০২২ সালের প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষা আগামী ১৯/০৮/২০২৫ তারিখ হতে নিম্নবর্ণিত সময়সূচী অনুযায়ী অনুষ্ঠিত হবে। কোন কারণ দর্শানো ব্যতিরেকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই সময়সূচী পরিবর্তন করার অধিকার সংরক্ষণ করে।”
পরীক্ষা প্রতিদিন দুপুর ১টা ৩০ মিনিট থেকে শুরু হবে। পরীক্ষার্থীদের যথাসময়ে প্রবেশপত্র ডাউনলোড ও পরীক্ষার সকল নিয়মাবলি মেনে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।
