কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিলের ডাক

১৪ জুলাই ২০২৫, ০৫:৫৭ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১০:৩৫ PM
কুমিল্লা বিশ্ববিদ্যালয়

কুমিল্লা বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীদের ওপর ধারাবাহিক সন্ত্রাসী হামলা ও ছিনতাইকারীদের দৌরাত্ম্যের প্রতিবাদে আজ সোমবার সন্ধ্যায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিক্ষোভ মিছিলটি আজ ১৪ জুলাই (রবিবার) সন্ধ্যা ৬টায় কুমিল্লা শহরের পূর্বালী চত্বর, কাদিরপাড় এলাকা থেকে শুরু হওয়ার কথা রয়েছে। 

আয়োজকেরা জানান, সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তাহীনতা দিন দিন বাড়ছে। বিশ্ববিদ্যালয়ের আশেপাশের এলাকাগুলোয় শিক্ষার্থীরা নিয়মিতভাবে সন্ত্রাসী হামলা ও ছিনতাইয়ের শিকার হচ্ছেন। বারবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেও কোনো কার্যকর ব্যবস্থা না নেওয়ায় তারা রাস্তায় নামতে বাধ্য হয়েছেন।

সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে কুমিল্লা জেলার পুলিশ সুপারের বরাবর স্মারকলিপি প্রদান এবং বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। কর্মসূচির মূল দাবি, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং হামলাকারী ও ছিনতাইকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান।

নৃবিজ্ঞান বিভাগের ১৮তম আবর্তনের শিক্ষার্থী অরবিন্দু সরকার বলেন, ‘আমি, আমার বন্ধু মনির এবং একজন বান্ধবী ঈদগাহ বাসস্ট্যান্ডে যাচ্ছিলাম। বাসের সামনে হঠাৎ দুই যুবক এসে দাঁড়াতে বলে। জিজ্ঞেস করে মেয়েটা কে? আমি বলি, আমার বান্ধবী। এরপর ওরা মেয়েটিকে দূরে যেতে বলে। কিছু বুঝে ওঠার আগেই আমাদের টাকা চাওয়া শুরু করে। আমি পরিচয় দেই, আমি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তখন ওদের একজন বলে, তুই ভার্সিটির বলেই তোর কাছে টাকা চাইছি।’

তিনি আরও বলেন, ‘আমার মানিব্যাগে টাকা ছিল না বলার পর তারা ছুরি বের করে ভয় দেখায়। একপর্যায়ে একজন আমার গায়ের কলার ধরে টেনে তোলে, আরেকজন পকেট থেকে মানিব্যাগ নিয়ে নেয়। বান্ধবী প্রতিবাদ করলেও কেউ সাহায্যে এগিয়ে আসেনি। আশেপাশে মানুষ থাকলেও কেউ কিছু বলেনি। আমি অসহায়ের মতো দাঁড়িয়ে ছিলাম।’

বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষার্থী মো. নাদিম রুহুল বলেন, ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার সংখ্যা দিনকে দিন বাড়ছেই। কিন্তু আমরা বারবার আক্রান্ত হচ্ছি, কোনো সুরক্ষা নেই। প্রশাসন নিশ্চুপ, আশেপাশের স্টুডেন্টরাও নির্লিপ্ত। এরই মাঝে সবচেয়ে জঘন্য ঘটনা ঘটে গেল গণিত বিভাগের ১৭তম আবর্তনের ছাত্র আহমেদ নাদিম ভাইয়ের উপর। প্রকাশ্যে দিনে-দুপুরে তাকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা করা হয়েছে।’

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফারুক আল নাহিয়ান বলেন, ‘আমরা আর চুপ করে থাকব না। প্রশাসন যদি ব্যবস্থা না নেয়, তাহলে আন্দোলন আরও তীব্র হবে।’

উল্লেখ্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর একের পর এক হামলার ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।

‘আজকের এই ঐক্য দেখলে আমি শিওর হাদি অনেক খুশি হতো’
  • ১৬ জানুয়ারি ২০২৬
ডা. মাহমুদা মিতুর মতো নেতৃত্বের জন্য এনসিপি গর্বিত: নাহিদ
  • ১৬ জানুয়ারি ২০২৬
বয়কট প্রত্যাহার, মাঠে ফিরছেন ক্রিকেটাররা
  • ১৬ জানুয়ারি ২০২৬
বিইউপি ভর্তি পরীক্ষার ফল ঘোষণার তারিখ জানাল কর্তৃপক্ষ
  • ১৬ জানুয়ারি ২০২৬
দলীয় প্রার্থীর বিরুদ্ধে মন্তব্য, বিএনপির আহ্বায়ককে শোকজ
  • ১৬ জানুয়ারি ২০২৬
হাদি হত্যার বিচার দাবিতে নতুন কর্মসূচি ইনকিলাব মঞ্চের
  • ১৬ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9