তরুণ সাহিত্যিক সম্মাননা পেলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক

উম্মে ফারহানা
উম্মে ফারহানা  © টিডিসি

বাংলা সাহিত্যের প্রসার ও লেখকদের অনুপ্রাণিত করতে ব্র্যাক ব্যাংক-সমকাল আয়োজিত সাহিত্য পুরস্কার-২০২৩ এ 'তরুণ সাহিত্যিক পুরস্কার' পেয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের সহযোগী অধ্যাপক উম্মে ফারহানা। তার লেখা ‘টক টু মি’ গল্পগ্রন্থের জন্য তিনি এই পুরস্কার পান।

শুক্রবার (৪ জুলাই) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা ও পুরস্কার প্রদান করা হয়। এসময় তরুণ সাহিত্যিক পুরস্কারের বিজয়ী হিসেবে উম্মে ফারহানাকে এক লাখ টাকার চেক, ক্রেস্ট এবং সম্মাননাপত্র তুলে দেয়া হয়।

নিজের অনুভূতি জানিয়ে উম্মে ফারহানা বলেন, ‘সাহিত্যিক বা লেখক হিসেবে এটি আমার জেতা প্রথম পুরস্কার। অনেক আগে থেকেই আমার লেখালেখি করা হয়। তবে সেগুলোকে সংকলিত করা হতো না। পরবর্তীতে সেই গল্পগুলো দিয়েই আমার বই লেখা শুরু। এই অনুভূতি খুবই দারুণ। ভবিষ্যতেও লেখালেখির সাথে থাকতে চাই।’

এবারের আসরে আজীবন সম্মাননা পেয়েছেন খ্যাতনামা লেখক, ঔপন্যাসিক, গল্পকার ও প্রাবন্ধিক হাসনাত আবদুল হাই। প্রবন্ধ, আত্মজীবনী, ভ্রমণ ও অনুবাদ (মননশীল) শাখায় ‘‌প্লেটো প্রবেশিকা’ গ্রন্থের জন্য অনুবাদক আমিনুল ইসলাম ভূঁইয়া এবং কবিতা ও কথাসাহিত্য শাখায় (সৃজনশীল) ‘‌আমাদের পরাবাস্তব টাউনের দিনরাত্রি’ গ্রন্থের জন্য ধ্রুব এষ পুরস্কার জিতেছেন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট লেখক এবং বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক। অতিথি ছিলেন হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও সমকালের কর্ণধার এ কে আজাদ, ব্র্যাক ব্যাংকের ভাইস চেয়ারপারসন ফারুক মঈনউদ্দীন, ‌‘‌ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কার ২০২৩’-এর জুরি বোর্ডের সদস্য গবেষক ও প্রাবন্ধিক ফয়জুল লতিফ চৌধুরী, প্রাবন্ধিক ও অনুবাদক খালিকুজ্জামান ইলিয়াস এবং সমকালের সম্পাদক শাহেদ মুহাম্মদ আলী।

এবারের আসরে তিন শাখায় মোট ৪৬৭টি বই জমা পড়েছিল। এর মধ্য থেকে ১৮টি বই জুরি বোর্ডের কাছে পাঠানো হয়। সেখান থেকে বিজয়ী তিন লেখকের বই পুরস্কারের জন্য মনোনীত করা হয়।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence