নজরুল বিশ্ববিদ্যালয়ে পরিকল্পিত বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন

বিশ্ববিদ্যালয়ের নতুন কলা অনুষদের সামনের পুকুরপাড়ে নারকেলগাছ লাগান উপাচার্য
বিশ্ববিদ্যালয়ের নতুন কলা অনুষদের সামনের পুকুরপাড়ে নারকেলগাছ লাগান উপাচার্য  © টিডিসি
৫৮ একর ক্যাম্পাসের পরিবেশকে সবুজায়নের লক্ষ্যে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) পরিকল্পিত বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। 
 
বুধবার (২ জুলাই) বেলা দুইটায় বিশ্ববিদ্যালয়ের নতুন কলা অনুষদের সামনের পুকুর পাড়ে উপাচার্য নিজ হাতে একটি নারকেলগাছ লাগিয়ে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন।
 
বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাকালীন ক্যাম্পাসে গাছপালা থাকলেও তা যথেষ্ট ছিল না। বিভিন্ন সময়ে শিক্ষক, শিক্ষার্থী ও নানা সংগঠন পরিবেশ সচেতনতার অংশ হিসেবে ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় গাছ রোপণ করেছিলেন। পরবর্তী সময়ে বেশির ভাগ গাছপালা অপরিকল্পিত রোপণ ও যত্নের অভাবে মারা যায়। তা ছাড়া বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নে অনেক গাছ কেটে ফেলতে হয়।
 
বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘গাছ আমাদের প্রাণের বন্ধু। গাছ বাতাসকে বিশুদ্ধ করে, ছায়া দেয়, প্রাকৃতিক দুর্যোগ রোধে সহায়তা করে এবং জীববৈচিত্র্য রক্ষা করে। বৃক্ষ নিধনসহ বিভিন্ন কারণে আজ বিশ্ব জলবায়ু পরিবর্তনের হুমকির মুখে। বৈশ্বিক জলবায়ু পরিবর্তন রোধ ও জীববৈচিত্র্য রক্ষায় বৃক্ষরোপণ এখন কেবল একটি আনুষ্ঠানিকতা নয়, এটি একটি নৈতিক ও পরিবেশগত দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে।’
 
তিনি আরও বলেন, ‘জুন-জুলাই মাস গাছ লাগানোর উপযুক্ত সময়। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে সবুজ, নির্মল ও বাসযোগ্য রাখতে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। শুধু বৃক্ষরোপণ করলেই হবে না, সেই গাছের যত্ন নিতে হবে,বড় করে তুলতে হবে। আমি বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানাই তারা যেন পরিকল্পিত বৃক্ষরোপণ এবং বৃক্ষের যত্ন নেওয়ার মাধ্যমে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে সবুজ ক্যাম্পাস হিসেবে রুপান্তরে সহযোগিতা করে।’
 
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গাছপালার প্রয়োজনিয়তা উপলব্ধি করে বর্তমান প্রশাসন পরিকল্পিত বৃক্ষরোপণের কর্মসূচি হাতে নেয়। যা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ সবুজায়ন ও মনোরম করে তুলবে।
 
এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী,রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মিজানুর রহমান, বিভিন্ন অনুষদের ডিন, হল প্রভোস্ট, ছাত্র-উপদেষ্টা, প্রক্টর এবং বিভাগীয় প্রধানরা।

সর্বশেষ সংবাদ