ছাত্রদলের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত থাকতে কলেজ শিক্ষার্থীদের নোটিশ অধ্যক্ষের

প্রফেসর মো. শওকত আলম মীর ও নোটিশ
প্রফেসর মো. শওকত আলম মীর ও নোটিশ  © টিডিসি সম্পাদিত

বগুড়ার সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটির সংবর্ধনা অনুষ্ঠান হতে যাচ্ছে আগামীকাল বুধবার (২ জুলাই)। সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশ নিতে নোটিশ দিয়েছেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. শওকত আলম মীর।

আজ মঙ্গলবার (১ জুলাই) সরকারি আজিজুল হক কলেজের ওয়েবসাইটে অধ্যক্ষের সই করা এ সংক্রান্ত একটি নোটিশ প্রকাশ করা হয়। নোটিশটি প্রকাশের পর বিষয়টি নিয়ে  বিভিন্ন মহলে চলছে আলোচনা-সমালোচনা। তবে কলেজটির অধ্যক্ষ জানিয়েছেন, এটি ভুল করে হয়েছে।

অনুষ্ঠানটির বিবরণ দিয়ে অধ্যক্ষ প্রফেসর মো. শওকত আলম মীরের ওই নোটিশে বলা হয়, ‘সরকারি আজিজুল হক কলেজ সংশ্লিষ্ট সকলকে কলেজ শাখার নবগঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সংবর্ধনা অনুষ্ঠান আগামী ২ জুলাই বুধবার সকাল ১১টায় মুক্তমঞ্চে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার জন্য সংগঠনটির পক্ষ থেকে বিশেষভাবে আমন্ত্রণ জানানো হয়েছে।’

অথচ সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা ১৯৭৯ এর বিধি-২৫(১) অনুযায়ী, কোনো সরকারি কর্মচারী রাজনৈতিক দলের বা তাদের অঙ্গসংগঠনের সদস্য হতে পারবেন না। এছাড়া বিধি-২৫(৩) অনুযায়ী, কোনো সরকারি কর্মচারী নির্বাচনে প্রচারণা বা অন্য কোনোভাবে হস্তক্ষেপ বা প্রভাব বিস্তার করতে পারবেন না।

প্রফেসর মো. শওকত আলম মীর বলেন, ‘নোটিশটি অনিচ্ছাকৃতভাবে জারি হয়েছিল। বিষয়টি বুঝতে পেরে আমি তা প্রত্যাহার করছি।’


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence