কিউএস র্যাংকিংয়ে আবেদন না করায় জবি প্রশাসনের বিরুদ্ধে বাগছাসের নিন্দা
- জবি প্রতিনিধি
- প্রকাশ: ২৭ জুন ২০২৫, ০৩:৫৯ PM , আপডেট: ২৭ জুন ২০২৫, ০৯:০০ PM
আন্তর্জাতিক কিউ ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাংকিং-এ আবেদন না করায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রশাসনের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা। তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন গাফিলতিকে চরম অবহেলা, দায়িত্বহীনতা ও অপরাধমূলক কর্মকাণ্ড হিসেবে আখ্যা দিয়েছে।
শুক্রবার (২৭ জুন) গণতান্ত্রিক ছাত্র সংসদের জবি শাখার মুখপাত্র কামরুল হাসান রিয়াজ প্রেরিত এক বিবৃতির মাধ্যমে এ তথ্য জানা যায়।
বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালের কিউএস র্যাংকিংয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোনো অবস্থান নেই। কারণ হিসেবে জানা গেছে, প্রশাসনের সংশ্লিষ্ট দপ্তর থেকে র্যাংকিংয়ের জন্য প্রয়োজনীয় আবেদনই করা হয়নি।
বিবৃতিতে বলা হয়, ‘কিউএস র্যাংকিংয়ে আবেদন না করা মানে ইচ্ছাকৃতভাবে বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক স্বীকৃতি ও প্রতিযোগিতার বাইরে রাখা। এটি শুধু ব্যর্থতা নয়, বরং বিশ্ববিদ্যালয় এবং এর শিক্ষার্থীদের স্বার্থের প্রতি চরম অবহেলার প্রতিচ্ছবি।’
এতে আরও বলা হয়, ‘এ ধরনের দায়িত্বজ্ঞানহীনতার কারণে শিক্ষার্থীদের উচ্চশিক্ষা, স্কলারশিপ, গবেষণা এবং ক্যারিয়ারের সম্ভাবনা মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে।’
অবিলম্বে ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে দায়ীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের শিক্ষার্থীদের সামনে জবাবদিহিতার আওতায় আনার দাবি জানিয়েছে জবি শাখা গণতান্ত্রিক ছাত্র সংসদ।
বিবৃতিতে হুঁশিয়ারি দিয়ে বলা হয়, ‘যদি দ্রুত তদন্ত ও শাস্তির ব্যবস্থা না করা হয়, তবে আমরা শিক্ষার্থীদের নিয়ে তীব্র আন্দোলনে যেতে বাধ্য হবো।’
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রশাসনের এমন অবহেলা আর কোনোভাবেই সহ্য করবে না বলেও জানিয়েছে।