জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন-ক্যাম্পাস ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, পরীক্ষা ৫ সেপ্টেম্বর
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৫ জুন ২০২৫, ০৫:৩৩ PM , আপডেট: ২৯ জুন ২০২৫, ০৮:৫১ PM
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন-ক্যাম্পাস ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এতে আগামীকাল ২৬ জুন থেকে ৩১ জুলাই পর্যন্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। আজ বুধবার (২৫ জুন) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৫ সেপ্টেম্বর ২০২৫ তারিখে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব তত্ত্বাবধানে পরিচালিত চার বছর মেয়াদি অন-ক্যাম্পাস আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির লক্ষ্যে আগ্রহী শিক্ষার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে প্রবেশ করে প্রার্থীদের ২৬ জুন ২০২৫ তারিখ বিকেল ৪টা থেকে ৩১ জুলাই ২০২৫ রাত ১২টার মধ্যে অনলাইনে প্রাথমিক আবেদন ফরম পূরণ করতে হবে।
আবেদন ফি বাবদ ১,০০০/- (এক হাজার) টাকা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন গেটওয়ে (মধ্যপথ) অথবা পে-স্লিপের মাধ্যমে জমা দিয়ে আবেদন সম্পন্ন করতে হবে। পরবর্তীতে আবেদন ফরমের প্রিন্ট কপি ৭ আগস্ট ২০২৫ তারিখের মধ্যে অনলাইন থেকে সংগ্রহ করতে হবে।
বিস্তারিত তথ্য ভর্তি সংক্রান্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।