ঢাকা কলেজ প্রশাসনের উদ্যোগে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান
- ঢাকা কলেজ প্রতিনিধি
- প্রকাশ: ২৫ জুন ২০২৫, ০১:২৫ PM , আপডেট: ২৬ জুন ২০২৫, ০২:৫০ PM
‘প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়’ প্রতিপাদ্য সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ঢাকা কলেজ প্রশাসনের উদ্যোগে বৃক্ষরোপণ ও ক্যাম্পাসের আঙিনা পরিষ্কার কর্মসূচি পালিত হয়েছে। এতে সহযোগিতার করেন ঢাকা কলেজের স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনগুলো।
আজ বুধবার (২৫ জুন) সকাল ১০টায় এ কর্মসূচির উদ্বোধন করেন ঢাকা কলেজ অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস।
এরপর পরিবেশ সংরক্ষণ ও প্লাস্টিক দূষণ রোধে গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে র্যালি বের করেন শিক্ষক ও শিক্ষার্থীরা। র্যালিটি কলেজের শহীদ মিনার থেকে শুরু হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে। র্যালি শেষে শহিদ মিনার প্রাঙ্গণের ও ক্যাম্পাসের বিভিন্ন স্থানে নানা প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।
এ সময় ঢাকা কলেজ অধ্যক্ষ এ কে এম ইলিয়াস বলেন, ‘প্রতিবার আমরা এ কর্মসূচি পালন করে থাকি। এরই ধারাবাহিকতায় এবারও করছি। আমরা সবাই মিলে ক্যাম্পাস পরিষ্কার-পরিচ্ছন্ন রাখব, এটা আমাদের অঙ্গীকার।’
আরও পড়ুন: জুলাইয়ে হামলাকারীদের ব্যাপারে তথ্য দেওয়ার সময় বাড়ালো ঢাবি
এরপর বিএনসিসি, পরিবেশ বিজ্ঞান ক্লাব, রোভার স্কাউটদের সঙ্গে নিয়ে পরিচ্ছন্নতাকর্মীরা আবাসিক হল, মাঠ ও ক্যাম্পাস আঙিনায় জীবাণুনাশক স্প্রে ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন।
পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান কমিটির আহ্বায়ক অধ্যাপক শাহনাজ পারভীন বলেন, ‘গত ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস ছিল। তখন যেহেতু ক্যাম্পাস বন্ধ ছিল। এ জন্য এখন এই কর্মসূচি আমরা পালন করছি। আর এখন যেহেতু বর্ষাকাল চারদিকে মশার উপদ্রব বেড়ে চলেছে। মশার থেকে রক্ষা ও ক্যাম্পাসকে আরও সবুজ পরিচ্ছন্ন রাখার জন্য এ অভিযান পরিচালিত হচ্ছে।’