জবির ভূগোল ও পরিবেশ বিভাগের নতুন চেয়ারম্যান ইসরাত নাজিয়া

অধ্যাপক ড. সৈয়দা ইসরাত নাজিয়া
অধ্যাপক ড. সৈয়দা ইসরাত নাজিয়া  © সংগৃহীত

‎‎জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ভূগোল ও পরিবেশ বিভাগের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক ড. সৈয়দা ইসরাত নাজিয়া। তাকে ৩ (তিন) বছরের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে।

আজ ‎মঙ্গলবার (২৪ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

‎অফিস আদেশে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন, ২০০৫-এর ২৪(২) ধারা অনুযায়ী ওই বিভাগের অধ্যাপক ড. সৈয়দা ইসরাত নাজিয়াকে পরবর্তী ৩ (তিন) বছরের জন্য ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হলো। এ মনোনয়ন আগামী ২৯ জুন থেকে কার্যকর হবে। তিনি বিধি মোতাবেক ভাতা ও অন্যা ও সুবিধাদি প্রাপ্ত হবেন।

এ বিষয়ে অধ্যাপক ড. সৈয়দা ইসরাত নাজিয়া বলেন, ‘আমার দায়িত্ব আমি সুষ্ঠুভাবেই পালন করব। বিভাগে আমি একটি শিক্ষার্থীবান্ধব পরিবেশ গঠন করতে কাজ করব। আমি এখনও দায়িত্ব গ্রহণ করিনি ২৯ জুন তারিখ দায়িত্ব গ্রহণের পর এ বিষয়ে কথা বলব।’


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!