নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করল জবি ছাত্রদল © সংগৃহীত
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের প্রথম ক্লাস উপলক্ষে ফুল ও উপহার সামগ্রী দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। রবিবার (২২ জুন) দিনব্যাপী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসহ বিভিন্ন অনুষদ ও বিভাগে উপস্থিত হয়ে নবাগত শিক্ষার্থীদের হাতে ফুল, কলম ও অন্যান্য উপহার তুলে দেন ছাত্রদলের নেতাকর্মীরা।
এ বিষয়ে জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, নবীনদের স্বাগত জানাতে আমরা এসেছি। গণতান্ত্রিক পরিবেশে শিক্ষার্থীরা যেন নির্বিঘ্নে শিক্ষা জীবন কাটাতে পারে, সে লক্ষ্যেই আমাদের প্রচেষ্টা।
সদস্য সচিব শামসুল আরেফিন বলেন, বিশ্ববিদ্যালয় জীবনের শুরুতেই শিক্ষার্থীরা যেন ভালোবাসা ও সহযোগিতার বার্তা পায়, সেটাই আমরা পৌঁছে দিতে চেয়েছি। নিরাপদ ও র্যাগিংমুক্ত ক্যাম্পাস গঠনে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।