এইচএসসি পরীক্ষার্থীদের সফলতা কামনায় ছাত্রশিবিরের দোয়া মাহফিল
- সোহরাওয়ার্দী কলেজ প্রতিনিধি
- প্রকাশ: ২১ জুন ২০২৫, ০৮:৩০ PM , আপডেট: ২২ জুন ২০২৫, ০৪:১৭ PM
রাজধানীর সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের উচ্চ মাধ্যমিক- ২০২৫ (এইচএসসি) পরীক্ষার্থীদের জন্য দোয়া অনুষ্ঠানের আয়োজন করে কলেজ শাখা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নেতৃবৃন্দ। শনিবার (২১ শে জুন) রাজধানীর এক মিলনায়তনে এ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারী হাফেজ দেলোয়ার হোসেন, আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণের দাওয়াহ সম্পাদক মিজানুর রহমান এবং অনুষ্ঠানতির সভাপতিত্ব করেন সোহরাওয়ার্দী কলেজের বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি নুরুন্নবী আকন্দ।
প্রধান অতিথি দেলোয়ার হোসেন তার বক্তব্যে পরীক্ষার্থীদের জন্য পরীক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন এবং শিক্ষার্থীদের যেকোনো সমস্যায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সব সময় পাশে থেকেছে এবং ভবিষ্যতেও থাকবে বলে অঙ্গীকার করেন।
অনুষ্ঠানে পরীক্ষার বিভিন্ন উপকরণ ও সবশেষ পরীক্ষার্থীদের জন্য দোয়া মোনাজাতের মাধ্যামে অনুষ্ঠানটি শেষ করা হয়।
প্রসঙ্গত, এ বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে আগামী ২৬ জুন থেকে। এবার এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে ১২ লাখ ৫১ হাজার ১১১ জন। এর মধ্যে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি পরীক্ষার্থী ১০ লাখ ৫৫ হাজারের বেশি। গতবারের তুলনায় যা প্রায় ৭৩ হাজার কম। আলিমে এবার পরীক্ষার্থী ৮৬ হাজারের বেশি। কারিগরি শিক্ষা বোর্ডের অধীন মোট পরীক্ষার্থী ১ লাখ ৯ হাজারের বেশি। দুই হাজার ৭৯৭টি কেন্দ্রে নেওয়া হবে পরীক্ষা।