সোহরাওয়ার্দী কলেজে শিক্ষক সংকট: ২ শিক্ষক দিয়ে চলছে গণিত বিভাগের ক্লাস

১৮ জুন ২০২৫, ০৩:৫৭ PM , আপডেট: ১৮ জুন ২০২৫, ০৬:৫১ PM
সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ

সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ © টিডিসি ফটো

রাজধানীর পুরান ঢাকার ঐতিহ্যবাহী সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে শিক্ষক সংকট প্রকট আকার ধারণ করেছে। কলেজটির গণিত বিভাগে প্রায় ৫০০ জন শিক্ষার্থীর বিপরীতে রয়েছেন মাত্র দুইজন শিক্ষক। সোহরাওয়ার্দী কলেজে উচ্চ মাধ্যমিক, স্নাতক ও স্নাতকোত্তর মিলিয়ে শিক্ষার্থীর সংখ্যা প্রায় ১২ হাজার হলেও প্রতিষ্ঠানটিতে নেই পর্যাপ্ত শিক্ষক। ফলস্বরূপ, বেশিরভাগ শিক্ষার্থীই বঞ্চিত হচ্ছে মানসম্পন্ন শিক্ষা থেকে। উচ্চশিক্ষায় বাঁধা হয়ে দাঁড়িয়েছে এটি।

পৃথিবীব্যাপী উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীর গড় অনুপাতের ন্যূনতম মানদণ্ড ধরা হয় ১:২০। অর্থাৎ প্রতি ২০ জন শিক্ষার্থীর জন্য একজন করে শিক্ষক থাকতে হবে। সেই অনুসারে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের গণিত বিভাগে প্রতি ২৫০ জন শিক্ষার্থীর বিপরীতে রয়েছেন মাত্র একজন শিক্ষক। 

এ বিষয়ে গণিত বিভাগের শিক্ষার্থী আশিক হৃদয় বলেন, ‘আমাদের বিভাগীয় প্রধান অবসরে যাওয়ার পর এখন আমাদের বিভাগে মাত্র দু’জন শিক্ষক আছেন। দু’জন শিক্ষকের পক্ষে অনার্সের চারটা সেশন, মাস্টার্স এবং উচ্চমাধ্যমিকের ক্লাস নেওয়া অসম্ভব। ফলে আমরা যারা তৃতীয় বর্ষ এবং চতুর্থ বর্ষে অধ্যয়নরত তারা আসলে ক্লাস পাই না বললেই চলে। শিক্ষক সংকটের কারণে আমরা মানসম্পন্ন শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছি।’

নাম প্রকাশ না করার শর্তে গণিত বিভাগের কয়েকজন শিক্ষার্থী জানিয়েছেন, শিক্ষক সংকটের কারণে তারা প্রতিনিয়ত নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন, শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। তারা দ্রুত এ সমস্যার সমাধান চান বলে জানিয়েছেন।

এ বিষয়ে গণিত বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক খন্দকার মামুনা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘আমাদের বিভাগে প্রায় ৫০০ শিক্ষার্থী থাকলেও তার বিপরীতে আমরা মাত্র দু’জন শিক্ষক আছি। এই সমস্যাটা বহুদিন ধরেই চলছে। ফলস্বরূপ কোর্স অসমাপ্ত অবস্থায় শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করে। দ্রুত শিক্ষক সংকট দূর করা গেলে শিক্ষার্থীরাও ক্লাসগুলো করতে পারবে এবং আমাদের জন্যও উপকার হবে। আমরা বহুবার কলেজ প্রশাসনের মাধ্যমে মন্ত্রণালয়কে বিষয়টি অবহিত করেছি। কিন্তু কোন সাড়া মেলেনি।’

আরও পড়ুন: প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র সংকটের মুখে ইসরায়েল: ওয়াল স্ট্রিট জার্নাল

এ সম্পর্কে সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. কাকলী মুখোপাধ্যায় দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘শিক্ষকের জন্য একাধিকবার আমরা কর্তৃপক্ষের কাছে গিয়েছি, বহুবার আমরা আবেদন করেছি। কিন্তু শিক্ষা মন্ত্রণালয় থেকে কোনও সাড়া পাওয়া যাচ্ছে না। অনেকে এখানে শিক্ষক হওয়ার জন্য আবেদন করেছেন, সেটাও আমরা মন্ত্রণালয়ে জানিয়েছি। কিন্তু এ ব্যাপারেও আমরা কোনও ইতিবাচক সাড়া পাই নি।’

ভুয়া সনদ ও প্রতারণার অভিযোগে রাবিপ্রবির শিক্ষক চাকরিচ্যুত
  • ২০ জানুয়ারি ২০২৬
ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘ…
  • ২০ জানুয়ারি ২০২৬
পার্লামেন্ট ভেঙে দিয়ে আগাম নির্বাচনের ঘোষণা দিলেন জাপানের …
  • ২০ জানুয়ারি ২০২৬
শিরোপা জয়ের পর সেনেগালকে দুঃসংবাদ দিল ফিফা
  • ২০ জানুয়ারি ২০২৬
আইএসইউর উদ্যোগে এইচএসসি ও সমমান উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর…
  • ২০ জানুয়ারি ২০২৬
রাবিপ্রবির নতুন প্রক্টর ড. মোঃ ফখরুদ্দিন
  • ২০ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9