পাকিস্তানের সম্মেলনে অংশগ্রহণ বাতিল করলেন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভিসি
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৫ জুন ২০২৫, ০৪:৫৬ PM , আপডেট: ২৯ জুন ২০২৫, ০৮:৫২ PM
পাকিস্তানের ইসলামাবাদে ওআইসির বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত সহযোগিতার জন্য স্থায়ী কমিটি (কমস্টেক) কর্তৃক আয়োজিত ‘ওআইসি কমস্টেক স্পেশাল রেক্টরস মিটিং ফর বাংলাদেশ’-এ অংশগ্রহণের উদ্দেশ্যে আজ রবিবার (১৫ জুন) সকালে ঢাকা ত্যাগ করার কথা ছিল বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের। তবে শেষ মুহূর্তে এসে এই সফর বাতিল করেছেন তিনি।
ইসরায়েল ও ইরানের মধ্যে সামরিক সংঘাতের জেরে এই সফর বাতিল করেছেন বলে জানিয়েছেন অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। তিনি দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, বাংলাদেশ থেকে পাকিস্তানে যাওয়ার সরাসরি ফ্লাইট নেই। দুবাই ট্রানজিট হয়ে সেখানে যেতে হয়। সম্মেলনে অংশ নিতে পাকিস্তানে যাওয়ার জন্য বিমানবন্দরেও গিয়েছিলাম...। তবে একদিকে আমাদের ফ্লাইট দেরি হচ্ছিল আর অন্যদিকে, ইসরায়েল ও ইরানের মধ্যে ঝামেলার কারণে সঠিক সময় ফিরতে পারবো কিনা তা নিয়েও অনিশ্চয়তায় ছিলাম। এ কারণে সম্মেলনে অংশগ্রহণ বাতিল করে বিমানবন্দর থেকে ফিরে এসেছি।
জানা গেছে, ওআইসির কমস্টেকের উদ্যোগে আগামী ১৬-২১ জুন বাংলাদেশি বিশ্ববিদ্যালয়গুলোর একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদলের পাকিস্তান সফরের আয়োজন করছে। বৈশ্বিক এই সংস্থাটি জানিয়েছে, এর লক্ষ্য দুই দেশের মধ্যে একাডেমিক সহযোগিতা বৃদ্ধি করা।
এক বিবৃতিতে সংস্থাটি আরও জানিয়েছে, ১০ সদস্যের এই প্রতিনিধিদলের মধ্যে বাংলাদেশের শীর্ষস্থানীয় সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্য এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন। প্রতিনিধিদলটি ১৬ থেকে ২১ জুন পর্যন্ত পাকিস্তান সফর করবে বলে এতে বলা হয়।