করোনা সতর্কতা নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্দেশনা

১৪ জুন ২০২৫, ১১:৫৮ AM , আপডেট: ১৮ জুন ২০২৫, ১০:২১ AM
জাতীয় বিশ্ববিদ্যালয়ের লোগো

জাতীয় বিশ্ববিদ্যালয়ের লোগো © ফাইল ফটো

প্রতিবেশী ভারতসহ কয়েকটি দেশে করোনার নতুন ধরন ছড়িয়ে পড়ায় বাংলাদেশেও সতর্কতা জোরদার করেছে সরকার। এমন অবস্থায় দেশের বৃহত্তম শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্বাস্থ্যবিধি মানা নিশ্চিত করতে পাঁচ দফা নির্দেশনা পালনের আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি।

আজ শনিবার (১৪ জুন) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনা ভাইরাসের সংক্রমণ ও বিদ্ধর রোধকল্পে সতর্কতামূলক ব্যবস্থা সহগের লক্ষ্যে অফিসে মাস্ক পরিধানসহ সকল স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। ভাইস-চ্যান্সেলর মহোদয়, প্রো-ভাইস চ্যান্সেলর ও ট্রেজারার অফিস কক্ষে প্রবেশের পূর্বে অবশ্যই মাস্ক পরিধান করতে হবে। দাপ্তরিক সভাসমূহ অনলাইন প্লাটফর্ম (জুম অ্যাপস) এ আয়োজন করতে হবে। দপ্তরের বাইরে ৩ (তিন) জনের অধিক একত্রে অবস্থান করা থেকে বিরত থাকতে হবে। 

এছাড়াও করোনা ভাইরাসের কোনো উপসর্গ দেখা দিলে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সার্ভিসেস দপ্তর/আইইডিসিআরের হটলাইনে (০১৪০১-১৯৬২৯৩) পরামর্শ গ্রহণপূর্বক কোভিড টেস্ট করে বিশ্ববিদ্যালয়কে অবহিত করার জন্য জানানো হয়েছে। 

প্রসঙ্গত, কোভিড–১৯ এর এ নতুন উপধরন অমিক্রন এক্সবিবি দ্রুত বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ছে। বলা হচ্ছে, এ রূপটি পূর্ববর্তী রূপগুলোর তুলনায় বেশি সংক্রামক। অনেক ক্ষেত্রে এটি সাধারণ লক্ষণ বা উপসর্গ প্রকাশ করে না, কিন্তু ছড়িয়ে পড়তে থাকে। অমিক্রন এক্সবিবি হলো একটি রিকম্বিন্যান্ট সাবভেরিয়েন্ট, যা দুটি অমিক্রন স্ট্রেনের সংমিশ্রণে গঠিত।

তারেক রহমানকে নিয়ে টাইম ম্যাগাজিনের বিশ্লেষণ আমাদের অনুপ্র…
  • ২৯ জানুয়ারি ২০২৬
দুটি আসনে দাঁড়িপাল্লা প্রতীক না রাখার আবেদন জামায়াতের
  • ২৯ জানুয়ারি ২০২৬
আজ রাজশাহী যাচ্ছেন তারেক রহমান, রাবিতে লাল কার্ড দেখাল ছাত্…
  • ২৯ জানুয়ারি ২০২৬
ডিআইইউসাসের ‘নীতি সংলাপে’ অতিথি হচ্ছেন প্রেস সচিব শফিকুল আলম
  • ২৯ জানুয়ারি ২০২৬
ঝিনাইদহে দুপক্ষের সংঘর্ষে আহত ২০
  • ২৯ জানুয়ারি ২০২৬
‘মির্জা আব্বাসের এলাকা’ দাবি করে প্রচারণায় বাধা যুবদল নেতার…
  • ২৯ জানুয়ারি ২০২৬