উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভিসির হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার আইডি হ্যাকড

অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম
অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম  © সংগৃহীত

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে (বাউবি) উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জার আইডি হ্যাক হয়েছে। আজ বৃহস্পতিবার (১২ জুন) সন্ধ্যায় ফেসবুকের এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানান তিনি।

ফেসবুক পোস্টে তিনি লিখেন, ‘সুপ্রিয় সুহৃদ, আমার হোয়াটসঅ্যাপ নম্বর অথবা মেসেঞ্জার থেকে কেউ টাকা চাইলে দয়া করে কেউ লেনদেন করবেন না। মনে হচ্ছে আমার আইডি হ্যাক হয়েছে। সবাই ভালো থাকবেন।’

এ বিষয়ে জানতে মুঠোফোনে অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তার ব্যক্তিগত নম্বরটি বন্ধ পাওয়া যায়।

ড. এ বি এম ওবায়দুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক। তিনি বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইউট্যাব) সভাপতির দায়িত্ব পালন করছেন। পাশাপাশি বিএনপির কেন্দ্রীয় কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদকের দায়িত্বও পালন করছেন।

এছাড়াও তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দলের আহ্বায়কেরও দায়িত্ব পালন করেন। ২০২৪ সালের ১২ সেপ্টেম্বর তিনি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পান।


সর্বশেষ সংবাদ