শিক্ষার্থীদের উপর ছাত্রদলের হামলার প্রতিবাদে তিতুমীর কলেজে বিক্ষোভ
- তিতুমীর কলেজ প্রতিনিধি
- প্রকাশ: ২৬ মে ২০২৫, ১১:২৫ PM , আপডেট: ২৯ জুন ২০২৫, ০৮:৫১ PM
সরকারি তিতুমীর কলেজে বন্ধ থাকা হল খুলে দেওয়ার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা চালায় তিতুমীর কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। তার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে তিতুমীর কলেজের শিক্ষার্থীরা।
সোমবার (২৬মে) ১০ টার দিকে তিতুমীর কলেজ ক্যাম্পাস মূল ফটকের সামনে বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়।
এ সময় শিক্ষার্থীরা ‘আবু সাঈদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ, আমাদের সংগ্রাম চলছে চলবে; ‘অছাত্রের ঠিকানা এই ক্যাম্পাসে হবে না; ‘অ্যাকশন টু ডাইরেক্ট অ্যাকশন; ‘চাঁদাবাজের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন; ‘সন্ত্রাসীদের গদিতে আগুন জ্বালো’ একসাথেসহ বিভিন্ন স্লোগান দেন।
বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, তিতুমীর কলেজের হল শিক্ষার্থীদের অধিকার। আজ ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপর যে হামলা চালানো হয়েছে তা ছাত্রলীগের প্রতিচ্ছবি। আমরা এই হামলার তীব্র নিন্দা জানাচ্ছি।
অর্থনীতি বিভাগের শিক্ষার্থী ইউসুফ বলেন, তিতুমীর কলেজসহ বিভিন্ন ক্যাম্পাসে আবারও ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠেছে। আমাদের ক্যাম্পাসে জুলাই যোদ্ধাদের ওপর আজকের হামলা তারই অংশ। এই হামলার মাধ্যমে আমাদের অধিকার আদায়ের সংগ্রামকে দমিয়ে রাখতে চাওয়া হয়েছে। কিন্তু হামলা চালিয়ে আমাদের দমন করা যাবে না।
এর আগে, দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয় খোলার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা চালায় ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় পেশাগত দায়িত্ব পালনে থাকা কয়েকজন সাংবাদিকের ওপরও হামলা করা হয়। ঘটনায় সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হয়।