ইউজিসির সামনে ডিজিটাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের অনশন শুরু

ইউজিসি সামনে আমরণ অনশন
ইউজিসি সামনে আমরণ অনশন  © টিডিসি ফটো

নাম পরিবর্তনের দাবিতে ৪৬ ঘণ্টার আলটিমেটামের পর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সামনে আমরণ অনশন কর্মসূচি পালন করছেন গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। বুধবার (২১ মে) সকাল ৯টায় ইউজিসি প্রাঙ্গণে এই অনশন শুরু হয়।

শিক্ষার্থীরা বলছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের এই কর্মসূচি সামনে চলবে।

শিক্ষার্থীদের সংগঠন নাম বাস্তবায়ন ফোরামের পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বিশ্ববিদ্যালয়ের নামসংক্রান্ত দীর্ঘদিনের পরিচয় সংকট নিরসনে শিক্ষার্থীদের ধারাবাহিক শান্তিপূর্ণ আন্দোলন ও টানা ৪৬ ঘণ্টার অবস্থান কর্মসূচির পরও শিক্ষা মন্ত্রণালয় থেকে কোনো কার্যকর প্রতিক্রিয়া বা অগ্রগতি পাওয়া যায়নি। ফলে আমরা বাধ্য হয়ে আমাদের পরবর্তী কর্মসূচি হিসেবে অনশন ঘোষণার সিদ্ধান্ত নিয়েছি।’

‘আমাদের দাবি একটিই, শিক্ষা মন্ত্রণালয়ের কাছে আমাদের প্রস্তাবিত চারটি নামের মধ্য থেকে একটি চূড়ান্ত করে পরবর্তী কেবিনেটে নীতিগত সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নের সুস্পষ্ট ঘোষণা দিতে হবে।’

আরও পড়ুন : উপদেষ্টা মাহফুজ ও আসিফকে পদত্যাগের আহবান ইশরাকের

‘দীর্ঘদিন ধরে চলমান এই সংকট আমাদের একাডেমিক অগ্রগতি ও পেশাগত ভবিষ্যৎকে গভীরভাবে ক্ষতিগ্রস্ত করছে। বারবার আবেদন জানানো সত্ত্বেও কর্তৃপক্ষের নিরবতা ও সিদ্ধান্তহীনতা আমাদের হতাশ করেছে। শান্তিপূর্ণভাবে একাধিক কর্মসূচি পালন করেও যখন কোনো প্রতিক্রিয়া আসেনি, তখন অনশনই আমাদের কাছে শেষ আশ্রয় হয়ে দাঁড়িয়েছে।’

‘এই অনশন কোনো বিদ্রোহ নয়, এটি আমাদের স্বাভাবিক পরিচয় ও মর্যাদার দাবিতে সর্বশেষ প্রতিবাদ। আমরা বিশ্ববিদ্যালয় পরিবারের ছাত্র-শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, অভিভাবক ও দেশবাসীর সহানুভূতি এবং সংহতি কামনা করছি।’

শিক্ষার্থীরা আরও বলেন, ‘সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আমাদের বিনীত অনুরোধ, শিক্ষার্থীদের ভবিষ্যৎ, মানসিক চাপ ও সামাজিক মর্যাদার বিষয়টি বিবেচনায় নিয়ে দয়া করে দ্রুত, সুস্পষ্ট ও কার্যকর সিদ্ধান্ত গ্রহণ করুন।’


সর্বশেষ সংবাদ