জবি সাংবাদিকদের ওপর হামলায় হাবিপ্রবি সাংবাদিক সমিতির নিন্দা

১৯ ফেব্রুয়ারি ২০১৯, ০২:০০ PM
হাবিপ্রবি সাংবাদিক সমিতির নিন্দা

হাবিপ্রবি সাংবাদিক সমিতির নিন্দা © টিডিসি ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ চলাকালীন সংবাদ সংগ্রহকালে সাংবাদিকদের ওপর হামলায় চালানো হয়। এঘটনায় হাবিপ্রবি সাংবাদিক সমিতি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সোমবার সন্ধ্যায় সমিতির সভাপতি মুহিউদ্দিন নুর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

জান যায়, পূর্বের রেষারেষি ও নতুন করে ক্যাম্পাসে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। সোমবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে স্থগিত কমিটি বাতিলের দাবিতে আন্দোলনরতরা ক্যাম্পাসে প্রবেশ করতে চাইলে এ ঘটনা ঘটে।

এতে বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক ও দৈনিক সমকালের প্রতিনিধি লতিফুল ইসলাম, দৈনিক সংবাদের প্রতিনিধি রাকিব ইসলাম, দৈনিক আমাদের নতুন সময়ের প্রতিনিধি জয়নুল হক এবং বিডি২৪রিপোর্টের প্রতিনিধি সানাউল্লাহ ফাহাদস ও সাধারণ শিক্ষার্থীসহ কমপক্ষে ১৫ জন আহত হয়। এঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে হাবিপ্রবি সাংবাদিক সমিতি।

লিখিত বক্তব্যে সভাপতি বলেন, সোমবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ চলাকালে সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকদের উপর যে হামলার ঘটনা ঘটেছে তা অত্যন্ত দুঃখজনক। এতে করে সাংবাদিকদের মত প্রকাশের অধিকাত খর্ব করা হচ্ছে। আজ পুরো সাংবাদিক সমাজ নিরাপত্তাহীনতায় ভুগছে। আমরা অবিলম্বে এ ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করার জোর দাবি জানাচ্ছি।

ট্যাগ: জবি জবি
এসইউবিতে ‘এইচএসসি উত্তীর্ণ শিক্ষার্থী উৎসব ২০২৫’: নতুন স্বপ…
  • ৩১ জানুয়ারি ২০২৬
নওগাঁয় ডাম্প ট্রাকের চাপায় ৫ জনের মৃত্যু
  • ৩১ জানুয়ারি ২০২৬
ইউজিসির পিএইচডি স্কলারশিপে মনোনীত হয়েছেন নজরুল বিশ্ববিদ্যাল…
  • ৩১ জানুয়ারি ২০২৬
রাজু ভাস্কর্যে শিবিরের ‘হ্যাঁ’ ভোটের বিলবোর্ড, গভীর রাতে স…
  • ৩১ জানুয়ারি ২০২৬
জনবল নিয়োগ দেবে এনসিসি ব্যাংক, কর্মস্থল ঢাকা
  • ৩১ জানুয়ারি ২০২৬
পে স্কেলের দাবিতে আন্দোলনরত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নত…
  • ৩১ জানুয়ারি ২০২৬