ক্লাস-পরীক্ষা চালুর দাবিতে সড়ক অবরোধ হাবিপ্রবি শিক্ষার্থীদের

১৬ ফেব্রুয়ারি ২০১৯, ১০:১৩ PM
সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করছে শিক্ষার্থীরা

সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করছে শিক্ষার্থীরা © টিডিসি ফটো

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) অনুষদ ও বিজ্ঞান অনুষদের বিগত তিন  মাসের অধিক সময় ধরে   ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকায় শিক্ষার্থীদের মধ্যে চরম ক্ষোভ প্রকাশ পেয়েছে।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা চালুর দাবিতে আজ শনিবার প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে বিক্ষোভ মিছিল করেন এবং দুপুর পর্যন্ত দিনাজপুর-রংপুর মহাসড়ক অবরোধ করে রাখেন। পরে ভাইস চ্যান্সেলরের বাস ভবনের সামনে অবস্থান নেন। কিন্তু ক্লাস-পরীক্ষা চালুর দাবিতে দীর্ঘদিন ধরে  আন্দোলন করে আসলেও শিক্ষার্থীদের  সে আন্দোলনে গুরুত্ব দিচ্ছে না  প্রশাসন কিংবা ক্লাস-পরীক্ষা বন্ধ করে প্রক্টর,রেজিস্ট্রারের পদত্যাগের দাবিতে আন্দোলনকারী শিক্ষকরা ।          

জানা যায়, গত ১৪ নভেম্বর-২০১৮ হতে পদন্নোতিপ্রাপ্ত সহকারী  অধ্যাপকগণ  ইনক্রিমেন্টের দাবিতে আন্দোলন শুরু করেন। পরে তাদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন প্রগতিশীল শিক্ষক ফোরাম।ফলশ্রুতিতে  শিক্ষকদের আন্দোলনে প্রায় তিন মাস ধরে শিক্ষা কার্যক্রমে অচলাবস্থা সৃষ্টি হয়েছে । 

কয়েক দফা শিক্ষার্থী-শিক্ষক-প্রশাসন  মিটিংও করেন এবং শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষার দাবি মেনে নিয়ে গত ২৭ জানুয়ারি থেকে ক্লাস-পরীক্ষা চালুর আশ্বাস দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন ।কিন্তু সহকারী অধ্যাপক ও প্রগতিশীল  শিক্ষকেরা তাদের দাবিতে অনঢ় থাকায় ক্লাস-পরীক্ষা চালু করতে চেয়েও পারিনি বিশ্ববিদ্যালয় প্রশাসন।ফলে ক্লাস-পরীক্ষা থেকে বঞ্ছিত রয়েছেন  শিক্ষার্থীরা।

এদিকে আজ বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের একটি প্রতিনিধিদল বিশ্ববিদ্যালয়ে এসেছেন। তারা আগামীকাল বিশ্ববিদ্যালয় প্রশাসন,আন্দোলনকারী শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে বসবেন বলে জানা গেছে।                  

এসইউবিতে ‘এইচএসসি উত্তীর্ণ শিক্ষার্থী উৎসব ২০২৫’: নতুন স্বপ…
  • ৩১ জানুয়ারি ২০২৬
নওগাঁয় ডাম্প ট্রাকের চাপায় ৫ জনের মৃত্যু
  • ৩১ জানুয়ারি ২০২৬
ইউজিসির পিএইচডি স্কলারশিপে মনোনীত হয়েছেন নজরুল বিশ্ববিদ্যাল…
  • ৩১ জানুয়ারি ২০২৬
রাজু ভাস্কর্যে শিবিরের ‘হ্যাঁ’ ভোটের বিলবোর্ড, গভীর রাতে স…
  • ৩১ জানুয়ারি ২০২৬
জনবল নিয়োগ দেবে এনসিসি ব্যাংক, কর্মস্থল ঢাকা
  • ৩১ জানুয়ারি ২০২৬
পে স্কেলের দাবিতে আন্দোলনরত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নত…
  • ৩১ জানুয়ারি ২০২৬