জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ পাচ্ছেন হাবিপ্রবি’র ১৭৬ শিক্ষার্থী

০৮ ফেব্রুয়ারি ২০১৯, ১১:১৮ AM

© ফাইল ফটো

গবেষণাকার্যে উৎসাহ প্রদানের উদ্দেশ্যে প্রতিবছর বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে খাদ্য ও কৃষিবিজ্ঞান, ভৌতবিজ্ঞান এবং জীববিজ্ঞান এই তিনটি বিভাগে এমএসসি,এমফিল ও পিএইচডি গবেষকদের “জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ”প্রদান করা হয়ে থাকে। প্রতিবারের ন্যায় এবারও ১৬৫৮ জন শিক্ষার্থীকে প্রদান করা হয়েছে এই ফেলোশিপ ।

১৬৫৮ জন শিক্ষার্থীর মধ্য থেকে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি)থেকে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপে নির্বাচিত হয়েছেন ১৭৬ জন শিক্ষার্থী। এর মধ্যে শুধু কৃষি বিজ্ঞানের ১১ বিভাগের কৃষি বনায়ন ও পরিবেশ বিভাগ ৬, কৃষি সম্প্রসারণ বিভাগ ৯, এগ্রোনমি ১৪, কীটতত্ত্ব ১৩ বায়োকেনিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি ৬, উদ্ভিদ রোগতত্ত্ব ৯, ফসল শরীরতত্ত্ব ১০, কৃষি রসায়ন ৭, মৃত্তিকা ৫, উদ্যানতত্ত্ব বিভাগে ১৫ জনসহ কৃষিবিজ্ঞানে মোট ৯৪ জন শিক্ষার্থী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপের জন্য নির্বাচিত হয়েছেন।

এ ব্যাপারে বিভিন্ন বিভাগের কয়েকজন শিক্ষকের সাথে কথা বললে তারা জানান, এবার যারা ফেলোশিপের জন্য আবেদন করেছে তাদের কম-বেশি সবাই নির্বাচিত হয়েছে। যারা বাদ পড়েছে তাদের অনেকের মধ্যে ফেলোশিপের জন্য আবেদন করলেও পরবর্তীতে ভাইবা দিতে যায় নি।

উল্লেখ্যে, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. রবিউল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ফেলোশিপ বাবদ ৯ কোটি ৪৬ লক্ষ ৫ হাজার ৬’শত টাকা প্রদানের আদেশ দেয়া হয়েছে। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ প্রাপ্ত ১৬৫৮ জন শিক্ষার্থীদের মধ্যে এমএসসি শিক্ষার্থীদের জন প্রতি ৫৪ হাজার টাকা, এমফিল গবেষকদের ৬৮ হাজার টাকা এবং পিএইচডি গবেষকদের তিন লক্ষ টাকা আর্থিক সহায়তা পাবেন।

এসইউবিতে ‘এইচএসসি উত্তীর্ণ শিক্ষার্থী উৎসব ২০২৫’: নতুন স্বপ…
  • ৩১ জানুয়ারি ২০২৬
নওগাঁয় ডাম্প ট্রাকের চাপায় ৫ জনের মৃত্যু
  • ৩১ জানুয়ারি ২০২৬
ইউজিসির পিএইচডি স্কলারশিপে মনোনীত হয়েছেন নজরুল বিশ্ববিদ্যাল…
  • ৩১ জানুয়ারি ২০২৬
রাজু ভাস্কর্যে শিবিরের ‘হ্যাঁ’ ভোটের বিলবোর্ড, গভীর রাতে স…
  • ৩১ জানুয়ারি ২০২৬
জনবল নিয়োগ দেবে এনসিসি ব্যাংক, কর্মস্থল ঢাকা
  • ৩১ জানুয়ারি ২০২৬
পে স্কেলের দাবিতে আন্দোলনরত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নত…
  • ৩১ জানুয়ারি ২০২৬