সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ঢাকা কলেজ শিক্ষার্থীর

আনসার উদ্দিন আহমেদ লাম
আনসার উদ্দিন আহমেদ লাম  © সংগৃহীত

সড়কে মোটরসাইকেল ও অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে ঢাকা কলেজের এক শিক্ষার্থীসহ দুইজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (৮ মে) বিকাল ৪টায় কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় এ সড়ক দুর্ঘটনা ঘটে। 

নিহত ঢাকা কলেজ শিক্ষার্থীর নাম আনসার উদ্দিন আহমেদ লাম (২০)। তিনি ঢাকা কলেজ এইচএসসি ২৬ ব্যাচের মানবিক বিভাগের শিক্ষার্থী ছিলেন। এবং অন্যজন নিহত লামের বন্ধু হাসিবুল ইসলাম শোভন (১৯)। তিনি কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার হাজী জসিম উদ্দিনের ছেলে।  

জানা যায়, আজ বিকালে লাম ও তার বাল্যবন্ধু হাসিব মোটরসাইকেল যোগে ঘোরাঘুরি করছিলেন। এক পর্যায়ে সড়কে মাঝে কুকুর আসলে তারা নিয়ন্ত্রণ হারিয়ে অটোররিক্সার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। পরে দুই জনকে স্থানীয় হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

নিহত লামের সহপাঠী ঢাকা কলেজ শিক্ষার্থী ফাহিম মুনতাসির নাবিল বলেন, ‘আজ বিকেল ৪টার দিকে লাম তার বন্ধুকে নিয়ে ঘোরাঘুরি করতে বের হয়। মোটরসাইকেল চলাকালে একটি কুকুর সামনে পড়লে কন্ট্রোল হারিয়ে ফেলে তারা। ঘটনাস্থলেই একজন স্পট ডেড এবং অন্যজন হাসপাতালে নেওয়ার পর মারা যান।’

নিহত লামের আরেক সহপাঠী ঢাকা কলেজ শিক্ষার্থী এম আর সাকিব বলেন, ‘লাম খুব ভালো ছেলে ছিল। বলার ভাষা খুঁজে পাচ্ছি না। পরশু আমার সাথে সিলেবাস নিয়ে কথা হয়েছিল।’

এ বিষয়ে ঢাকা কলেজের উচ্চমাধ্যমিক বিভাগের ক্লাস পর্যবেক্ষণ ও উন্নয়ন কমিটির আহ্বায়ক পদার্থ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান শেখ সাব্বিরের কাছে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়টি এখনো জানি না। আমরা জানার চেষ্টা করছি। এদিকে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ঢাকা কলেজ শিক্ষার্থী লামের মৃত্যুতে এইচএসসি ২৬ ব্যাচের শিক্ষার্থীরা সম্মিলিত শোক প্রকাশ করেছেন।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!