ববিতে জীবনানন্দ দাশ রিসার্চ সেন্টারের পরিচালকের পদত্যাগ

০৭ মে ২০২৫, ০৬:৪৩ PM , আপডেট: ২১ জুন ২০২৫, ০২:০৬ PM
জীবনানন্দ দাশ রিসার্চ সেন্টারের পরিচালক সঞ্জয় কুমার সরকার

জীবনানন্দ দাশ রিসার্চ সেন্টারের পরিচালক সঞ্জয় কুমার সরকার © টিডিসি

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) জীবনানন্দ দাশ রিসার্চ সেন্টারের পরিচালক সঞ্জয় কুমার সরকার বুধবার (৭ মে) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর পদত্যাগপত্র জমা দেন।

পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, “আমি জীবনানন্দ দাশ রিসার্চ সেন্টারের পরিচালক পদ থেকে পদত্যাগ করছি। অতএব, এ বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে বাধিত করবেন।”

এ বিষয়ে জানতে চাইলে সঞ্জয় কুমার সরকার বলেন, “আমি এক কথায় আপনাকে বলে দিচ্ছি, এই পদে থাকার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে আমাকে যে যে সাপোর্ট দেওয়া দরকার, তা আমি পাইনি। তাই আমি স্বেচ্ছায় পদত্যাগপত্র পাঠিয়েছি।”

এদিকে জানা গেছে, বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শূচিতা শরমিন বিশ্ববিদ্যালয়ে সপ্তাহে দুই থেকে তিনদিনের বেশি সেখানে থাকেন না। কোনো কোনো সপ্তাহে একবারও ক্যাম্পাসে আসেন না বলে জানা গেছে। এছাড়াও নিয়মিত সিন্ডিকেট সভা করেন না বলেও অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। বর্তমানে শিক্ষার্থীরা তার অপসারণ দাবিতে প্রশাসনিক ভবন ও বাসভবনে তালা ঝুলিয়েছেন তারা। 

এ বিষয়ে জানতে ভিসিকে একাধিকবার কল করেও তাকে পাওয়া যায়নি। 

এনসিপির ইশতেহারে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্…
  • ৩০ জানুয়ারি ২০২৬
সাজেশনের নামে ভাইবার আগে টাকা আদায়ের অভিযোগ
  • ৩০ জানুয়ারি ২০২৬
এনসিপির ইশতেহারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য য…
  • ৩০ জানুয়ারি ২০২৬
শীত নিয়ে যে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস
  • ৩০ জানুয়ারি ২০২৬
রুয়েটে আন্তর্জাতিক কনফারেন্সের উদ্বোধন 
  • ৩০ জানুয়ারি ২০২৬
আইইএলটিএস-জিআরই পরীক্ষায় অংশগ্রহণে সহজ শর্তে ঋণ দিতে চায় এন…
  • ৩০ জানুয়ারি ২০২৬